পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী সদরের ছোট আউলিয়াপুর বলাইকাঠী গ্রামে স্ত্রী নুরজাহান বেগমকে (৪৫) গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী নুর মোহাম্মদ হাওলাদারের বিরুদ্ধে।
রোববার (৫ জানুয়ারি) ভোর রাতের দিকে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করেছে পুলিশ।
সদর থানার পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নুর জাহান বেগমের পুত্রবধূ রোজি আক্তার ও নুপুর আক্তার জানান, দ্বিতীয় বিয়ে করা নিয়ে শ্বশুর নুর মোহাম্মদ ও শাশুড়ির মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন রাতে দ্বিতীয় বিয়ে করতে স্ত্রীকে তালাক দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন নুর মোহাম্মদ। এ নিয়ে স্বামী-স্ত্রী মধ্যে ঝগড়া হয়। পরে পুত্রবধূদের মধ্যস্থতায় স্ত্রী নুরজাহান বেগমের কাছে ক্ষমা চান। এর পর সবাই ঘুমিয়ে পড়লে রাত ৩টার দিকে স্ত্রী নুর জাহান বেগমকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান নুর মোহাম্মদ।
এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন স্থানীয় ও নিহতের স্বজনরা। নিহত নুরজাহান বেগমের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ বলেন, এ ঘটনায় নিহত নুরজাহানের স্বামী নূর মোহাম্মদকে আমরা আটক করে মামলার প্রস্তুতি চলছে।
The post স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.