11:28 am, Tuesday, 7 January 2025

বাউফলে ডাকাতি, অপহরণ:অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারে ২৪ ঘন্টার আল্টিমেটাম

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির পর অপহৃত ব্যবসায়ী শিবানন্দ রায় বণিককে উদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বন্দরের ৫শতাধিক ব্যবসায়ীরা। এ মানববন্ধনে আগামী ২৪ ঘন্টার মধ্যে উদ্ধারের আল্টিমেটাম দিয়েছেন ব্যবসায়ীরা। রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কালাইয়া বন্দরের মার্চেন্ট পট্টি রোডে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

শুক্রবার রাত সোয়া ১০টার দিকে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ব্যবসায়ী শিবানন্দ রায়কে অস্ত্রের মুখে জিম্মি করে নদীতে পথে ট্রলার যোগে অপহরণ করেন এক দল ডাকাত। ডাকাত দলের সদস্য দোকানের দুই কর্মচারী তাপস ও শংকরের হাত পা বেধে ক্যাশ থেকে প্রায় ৫লাখ টাকাও লুটে করে নিয়ে যায়। এ ঘটনার ৪২ ঘন্টা পার হলেও আইনশৃঙ্খলা বাহিনী শিবানন্দ রায়কে উদ্ধার করতে পারেনি।

মানববন্ধনে ব্যবসায়ী নেতারা দাবি করেন যে কোনো মূল্যে শিবানন্দ রায়কে সুস্থ ভাবে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে ফিরিয়ে না দিতে পারলে লাগাতার হরতাল ও ধর্মঘট কর্মসূচির ডাক দেওয়া হবে বলে হুমিয়ারী দেন ব্যবসায়ী নেতারা।

মানববন্ধনে কালাইয়া বন্দর বণিক সমিতির সভাপতি নুরুল আমিন বলেন, শিবানন্দ রায় অপহরণের দুই দিন পার হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত প্রশাসন তাকে উদ্ধার করতে পারেনি। এ হতাশাজনক। আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে অজ্ঞাত অবস্থায় উদ্ধার না হলে লাগাতার হরতাল ও ধর্মঘটের মত কর্মসূচি দেওয়া হবে।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন – স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী অতুল চন্দ্র পাল, মাসুম সিদ্দিক, রেজাউল কামাল পল্টু, রাজন মনসুর, গাজী গিয়াস উদ্দিন ও অপহৃত ব্যবসায়ীর ফুফাতো ভাই রতন বণিক।

একই দিন বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের কালী বাড়ি মন্দিরে শিবানন্দ রায়ের উদ্ধারের দাবিতে প্রতিবাদ সভা করেছেন উপজেলা বিএনপি। এ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, হিন্দু নেতা অধীর রঞ্জন রায়।

এর আগে শনিবার রাতে কালাইয়া বন্দরে অপহৃত ব্যবসায়ীর উদ্ধারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জামায়াতে ইসলামী। এ বিক্ষোভে উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের আমির মো. ইসাহাক, সাবেক আমির রফিকুল ইসলাম, কালাইয়া উন্নয়ন ফোরামের সভাপতি মাসুম সিদ্দিকি।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন,‘ ঘটনার পর থেকে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছেন। আমরা সর্বচ্চো চেষ্টা করে যাচ্ছি।

The post বাউফলে ডাকাতি, অপহরণ:অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারে ২৪ ঘন্টার আল্টিমেটাম appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.

Tag :

বাউফলে ডাকাতি, অপহরণ:অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারে ২৪ ঘন্টার আল্টিমেটাম

Update Time : 06:09:58 pm, Sunday, 5 January 2025

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির পর অপহৃত ব্যবসায়ী শিবানন্দ রায় বণিককে উদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বন্দরের ৫শতাধিক ব্যবসায়ীরা। এ মানববন্ধনে আগামী ২৪ ঘন্টার মধ্যে উদ্ধারের আল্টিমেটাম দিয়েছেন ব্যবসায়ীরা। রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কালাইয়া বন্দরের মার্চেন্ট পট্টি রোডে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

শুক্রবার রাত সোয়া ১০টার দিকে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ব্যবসায়ী শিবানন্দ রায়কে অস্ত্রের মুখে জিম্মি করে নদীতে পথে ট্রলার যোগে অপহরণ করেন এক দল ডাকাত। ডাকাত দলের সদস্য দোকানের দুই কর্মচারী তাপস ও শংকরের হাত পা বেধে ক্যাশ থেকে প্রায় ৫লাখ টাকাও লুটে করে নিয়ে যায়। এ ঘটনার ৪২ ঘন্টা পার হলেও আইনশৃঙ্খলা বাহিনী শিবানন্দ রায়কে উদ্ধার করতে পারেনি।

মানববন্ধনে ব্যবসায়ী নেতারা দাবি করেন যে কোনো মূল্যে শিবানন্দ রায়কে সুস্থ ভাবে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে ফিরিয়ে না দিতে পারলে লাগাতার হরতাল ও ধর্মঘট কর্মসূচির ডাক দেওয়া হবে বলে হুমিয়ারী দেন ব্যবসায়ী নেতারা।

মানববন্ধনে কালাইয়া বন্দর বণিক সমিতির সভাপতি নুরুল আমিন বলেন, শিবানন্দ রায় অপহরণের দুই দিন পার হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত প্রশাসন তাকে উদ্ধার করতে পারেনি। এ হতাশাজনক। আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে অজ্ঞাত অবস্থায় উদ্ধার না হলে লাগাতার হরতাল ও ধর্মঘটের মত কর্মসূচি দেওয়া হবে।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন – স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী অতুল চন্দ্র পাল, মাসুম সিদ্দিক, রেজাউল কামাল পল্টু, রাজন মনসুর, গাজী গিয়াস উদ্দিন ও অপহৃত ব্যবসায়ীর ফুফাতো ভাই রতন বণিক।

একই দিন বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের কালী বাড়ি মন্দিরে শিবানন্দ রায়ের উদ্ধারের দাবিতে প্রতিবাদ সভা করেছেন উপজেলা বিএনপি। এ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, হিন্দু নেতা অধীর রঞ্জন রায়।

এর আগে শনিবার রাতে কালাইয়া বন্দরে অপহৃত ব্যবসায়ীর উদ্ধারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জামায়াতে ইসলামী। এ বিক্ষোভে উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের আমির মো. ইসাহাক, সাবেক আমির রফিকুল ইসলাম, কালাইয়া উন্নয়ন ফোরামের সভাপতি মাসুম সিদ্দিকি।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন,‘ ঘটনার পর থেকে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছেন। আমরা সর্বচ্চো চেষ্টা করে যাচ্ছি।

The post বাউফলে ডাকাতি, অপহরণ:অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারে ২৪ ঘন্টার আল্টিমেটাম appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.