ময়মনসিংহ সদরের পরানগঞ্জে পুলিশের ডিবি সদস্য পরিচয়ে চলতি মোটরসাইকেল থামিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের শিকার হন পার্শ্ববর্তী ফুলপুর উপজেলা রহিমগঞ্জ ইউনিয়নের ঢাকিরকান্দা এলাকার মোঃ রাসেদুল ইসলাম(৪০)নামক এক যুবক।
শনিবার (৪ জানুয়ারি ) বিকাল পৌনে ৫ টার দিকে পরানগঞ্জ বাজার থেকে আরোহী সেজে সানাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের রাস্তায় নেয়ার পর ছিনতাইয়ের শিকার হন তিনি। এ সময় ছিনতাইকারী ভুয়া ডিবির পরিচয়ে মোটরসাইকেল রাস্তায় থামিয়ে নাটকীয় কায়দায় ছিনিয়ে নেয় মটরসাইকেল।
সূত্রে জানান বেপরোয়া হয়ে উঠে পাড়ে লেগেছে ছিনতাইকারী চক্র। ছিনতাইকারীর মুকুটহীন সম্রাট মোঃ সাগর মিয়া উরফে আকাশ পিতা মোঃ দৌলত আলী সাং- চক ঢাকিরকান্দা সাগর মিয়া দিনে দুপুরে মটরসাইকেল চুরি ও মাদক বিক্রিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত বলে এলাকাবাসী জানান। সম্রাট সাগর মিয়ার নামে ফুলপুর থানায় একাধিক মামলা রয়েছে। রাসেদুল ইমাম সাংবাদিকদের বলেন কিছু দিন আগে মটরসাইকেল আমাদের গ্রামের সাগর মিয়ার কাছ থেকে ৫০ হাজার টাকা দিয়ে ডিসকভার -১২৫ সিসি মটরসাইকেল ক্রয় করে আনি ভাড়ায় চালিয়ে পরিবারের খরচ চালাই। আমাকে মটরসাইকেল এর কাগজপত্র দেওয়ার কথা থাকলেও এখনো দেয় না। গত শনিবার বিকালে পরানগঞ্জ বাজার থেকে সানাদিয়া যাবে বলে শামীম মিয়া পিতা মৃত ইসলাম মেম্বার ও সজীব মিয়া পিতা মিরাজ উদ্দিন সর্ব সাং সানাদিয়া আমাকে ভাড়ায় নিয়ে যায়। সানাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের রাস্তায় পৌছানোর মাত্রই মোটরসাইকেল থামিয়ে টিটু মিয়া পিতা মৃত ইব্রাহিম সাং ছিলার মোঃ সোহেল মিয়া পিতা ইসলাম মিয়া সাং বাশুয়া কবিরপুর আমাকে ডিবি পরিচয়ে মোটরসাইকেল থামিয়ে নাটকীয় কায়দায় ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাইকারীদের পেছনে পরানগঞ্জ ইউনিয়নে আরেকটি মুকুটহীন সম্রাট রয়েছে বলে জানা যায় ছিনতাইয়ের কয়েকটি মোটরসাইকেল ইউনিয়নে বিক্রি হয়েছে বলে অভিযোগ রয়েছে । এলাকাবাসীর অভিযোগ তদন্তে করে ব্যবস্থা নেয়া হোক।
The post ময়মনসিংহে চোরের বিক্রি করা মোটরসাইকেল ডিবি পরিচয়ে ছিনতাই appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.