ঘরোয়া ফুটবলের মাঝপথে সূচিতে এলো পরিবর্তন। কুমিল্লার এক ভেন্যুর জন্য বদলে গেল প্রিমিয়ার লিগের তিন ম্যাচের সূচি। এদিকে জাতীয় দলের স্বার্থে এগিয়ে আনা হয়েছে মধ্যবর্তী দলবদল, সময় কমেছে একদিন। এসবের জন্য ফেডারেশন কাপের সূচিতেও এসেছে পরিবর্তন এসেছে।
কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের পুনর্মিলনীর কারণে বদলে গেল পেশাদার লিগের সূচি। সপ্তম রাউন্ডে ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের দুই ম্যাচ বদলে দিতে বাধ্য হয়েছে ফেডারেশন।
এখন শুক্রবার মোহামেডান আর শনিবার আবাহনীর হোম ম্যাচ বদলে হয়ে যাবে অ্যাওয়ে। পরিবর্তিত সূচিতে মুন্সিগঞ্জে রহমতগঞ্জের আতিথ্য নেবে সাদাকালোরা আর পরদিন ময়মনসিংহে চট্টগ্রাম আবাহনীর অতিথি ঢাকার আকাশী নীলরা। সপ্তম রাউন্ডের ওই দুই ম্যাচের ভেন্যু নিশ্চিত করতে সূচি বদলেছে আরেক ম্যাচের। ময়মনসিংহে পুলিশ-ফরটিস ম্যাচ একদিন এগিয়ে হবে ১০ জানুয়ারি।
শুধু লিগ সূচি নয় বদলেছে মধ্যবর্তী দলবদল, এগিয়েছে ফেডারেশন কাপের দুই ম্যাচ। যা কিনা জাতীয় দলের এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচকে সামনে রেখে। ফেডারেশনের চিঠিতে দেখা মিলেছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি এবং পেশাদার লিগ কমিটির সমন্বিত সিদ্ধান্তের। অথচ মার্চের উইন্ডো আগেই নির্ধারিত ছিল।
চারদিন এগিয়ে মধ্যবর্তী দলবল শুরু হবে ১ ফেব্রুয়ারি। একদিন কমে শেষ হবে ২৮ ফেব্রুয়ারি। মধ্যবর্তী দলবদলকে এগিয়ে আনতে ফেডারেশন কাপের রহমতগঞ্জ-আবাহনী এবং মোহামেডান-ফকিরেরপুল ম্যাচ এগিয়ে এখন ৪ ফেব্রুয়ারি মঙ্গলবারের পরিবর্তে ৩১ জানুয়ারি শুক্রবার হবে।
মধ্যবর্তী দলবদল চলাকালীন শুরু হয়ে যাবে প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগ। ১৬ ও ১৭ ফেব্রুয়ারি এবং ২১ ও ২২ ফেব্রুয়ারি হবে দুই রাউন্ড। যার জন্য ১০ ফেব্রুয়ারির মধ্যে প্রথম দফা ফুটবলার তালিকা দিতে হবে ক্লাবগুলোকে।
The post প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের সূচিতে পরিবর্তন appeared first on Bangladesher Khela.