নাজমুল হাসান পাপনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন ফারুক আহমেদ। শীর্ষ নেতৃত্বে এই পরিবর্তনের সঙ্গে পরিচালনা পর্ষদেও এসেছে বেশ কিছু রদবদল। নতুন দায়িত্বপ্রাপ্ত পরিচালকদের মধ্যে অন্যতম নাজমুল আবেদীন ফাহিম। তবে স্বল্প সময়ের মধ্যেই বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে তার সম্পর্কে ফাটল ধরেছে বলে জানা গেছে।
দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে ফাহিম জানিয়েছেন, বিসিবিতে স্বাধীনভাবে কাজ করতে পারছেন না তিনি। তার এই অভিযোগের তীর সরাসরি বিসিবি সভাপতির দিকে। ফাহিম বলেন, ওরকম একটা মন্তব্য…আমি স্পেসেফিক বলতে চাই না মন্তব্যটা কী ছিল, তবে সেটা আমাকে খুবই হতাশ করেছে। সেটা বুঝিয়ে দিয়েছে যে এই মুহূর্তে ক্রিকেট বোর্ড বা প্রেসিডেন্ট হয়তো আমাকে তার আত্মবিশ্বাসের জায়গায় নিচ্ছেন না।
তিনি আরও বলেন, আমি জানি না কেন প্রেসিডেন্ট আমার ব্যাপারে এমন মন্তব্য করেছেন। তবে আমি খুব অবাক হয়েছিলাম। স্বাভাবিকভাবেই আমি মোটেও আশা করিনি ওরকম একটি মন্তব্য। আর সেটা অনেক মানুষের সামনে, যেখানে মন্ত্রণালয়ের মানুষও ছিলেন।
এদিকে ফাহিমের অভিযোগের পর বিষয়টি বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, পদত্যাগ করতে চাননি (ফাহিম), তবে বলেছেন কাজ করা কঠিন। পদত্যাগ করতে চেয়েছেন এমন কিছু আমি শুনিনি। যাই হোক, ফাহিম ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। এই বোর্ড কিন্তু ফাহিম ভাই এবং আমাকে বোঝায়। আর যারা আছেন তারা সবাই পুরোনো। কাজের মাত্রা বেশি, লোকসংখ্যা কম। তখন অনেক দিকে নজর দিতে হয়। সেখান থেকেই হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে।
ফারুক আরও বলেন, দুর্ব্যবহার এটা আসলে আপেক্ষিক টার্ম। আপনাকে একটা ঘুষি মারলে দুর্ব্যবহার, ছোট্ট একটা কথা বললেও দুর্ব্যবহার। কথাটা হয়তো জোরে বলেছি, এমন কিছু বলেছি যা উনি পছন্দ করেননি। তবে অনেক সময় কথার মাধ্যমে এই ধরনের সমস্যার সমাধান করা যায়।
তেবে বিসিবির শীর্ষ দুই কর্মকর্তার মধ্যে সম্পর্কের এই টানাপোড়েন দেশের ক্রিকেট পরিচালনায় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
The post ফাহিমের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি appeared first on Bangladesher Khela.