শনিবার (৪ জানুয়ারি ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদার এই অভিযান পরিচালনা করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. শের আলম।
এরমধ্যে উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের অন্তর মিয়ার মালিকানাধীন বিএমবি ব্রিকসকে ৪ লাখ, বরিশাল ইউনিয়নের সাইদুর রহমানের এমএসএম ব্রিকসকে ৬ লাখ, মহদীপুর ইউনিয়নের মোহাম্মদ মালিকানাধীন এমএমজেড ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা এবং হোসেনপুর ইউনিয়নের শামীম মিয়ার মালিকানাধীন লিখন ব্রিকসের নামে উচ্চ আদালতে মামলা থাকায় কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদার বলেন, জরিমানা করা ইটভাটা গুলোর পরিবেশ ছাড়পত্র নেই। এছাড়া স্থানীয় জেলা প্রশাসনের অনুমতি পত্রও নেই। ফলে তিনটি ইট ভাটা কে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে এছাড়া অপর একটি ইট ভাটাকে সতর্ক করা হয়েছে।
চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।