মারা গেছেন বর্ষিয়ান অভিনেতা প্রবীর মিত্র। সোমবার তার প্রথম জানাজা হবে এফডিসিতে, এরপর চ্যানেল আই প্রাঙ্গনে। শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর দেওয়া তথ্যমতে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্তান দাফন করা হবে।
নামের কারণে প্রবীর মিত্র হিন্দু না মুসলাম- এ নিয়ে প্রশ্নের উদ্রেক হয়েছে অনেকের মনে। সে বিষয়ে খোলাসা করেছেন মিশা সওদাগর। তিনি জানিয়েছেন, প্রবীর মিত্র ভাই মুসলামনই ছিলেন। ধর্মমতে তার… বিস্তারিত