11:26 pm, Tuesday, 7 January 2025

বৃহস্পতিবার থেকে বাড়তে পারে শীত

 

সারা দেশে কয়েক দিন কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ার পর দুদিন ধরে শীত কিছুটা কমেছে। তবে আগামী বৃহস্পতিবার (৯ জানুয়ারি) থেকে দেশের ওপর দিয়ে আরেকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক  জানান, বৃহস্পতিবার থেকে দেশের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এই শৈত্যপ্রবাহ তিন থেকে চার দিন স্থায়ী হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে যাবে।

 

আবুল কালাম মল্লিক জানান, প্রথমে উত্তর, উত্তর-পূর্ব অঞ্চলে শীতের দাপট শুরু হবে। এর পর ক্রমান্বয়ে দক্ষিণ-পূর্ব অঞ্চলে এবং পরে দক্ষিণ-পূর্ব অংশ এবং ঢাকা ও এর পার্শ্ববর্তী জেলাগুলোতে তীব্র শীত অনুভূত হতে পারে।

 

‘তবে শৈত্যপ্রবাহ শুরুর আগে কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে’, যোগ করেন এ আবহাওয়াবিদ। তিনি আরও জানান, চলতি মাসের মাঝামাঝি সময়ে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

 

The post বৃহস্পতিবার থেকে বাড়তে পারে শীত appeared first on Ctg Times.

Tag :

বৃহস্পতিবার থেকে বাড়তে পারে শীত

Update Time : 11:09:06 am, Monday, 6 January 2025

 

সারা দেশে কয়েক দিন কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ার পর দুদিন ধরে শীত কিছুটা কমেছে। তবে আগামী বৃহস্পতিবার (৯ জানুয়ারি) থেকে দেশের ওপর দিয়ে আরেকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক  জানান, বৃহস্পতিবার থেকে দেশের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এই শৈত্যপ্রবাহ তিন থেকে চার দিন স্থায়ী হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে যাবে।

 

আবুল কালাম মল্লিক জানান, প্রথমে উত্তর, উত্তর-পূর্ব অঞ্চলে শীতের দাপট শুরু হবে। এর পর ক্রমান্বয়ে দক্ষিণ-পূর্ব অঞ্চলে এবং পরে দক্ষিণ-পূর্ব অংশ এবং ঢাকা ও এর পার্শ্ববর্তী জেলাগুলোতে তীব্র শীত অনুভূত হতে পারে।

 

‘তবে শৈত্যপ্রবাহ শুরুর আগে কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে’, যোগ করেন এ আবহাওয়াবিদ। তিনি আরও জানান, চলতি মাসের মাঝামাঝি সময়ে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

 

The post বৃহস্পতিবার থেকে বাড়তে পারে শীত appeared first on Ctg Times.