গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন– শহীদ মিনারে ফারুক হাসানের ওপর হামলার ঘটনায় বারবার সারজিস আলমের নাম আসছে, এই হামলার নেপথ্যে। আশা করি, সে তার অবস্থান পরিষ্কার করবে। এই হামলার পেছনে বিদেশি ষড়যন্ত্রও থাকতে পারে।
রোববার (৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅধিকার পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
ফারুক হাসানের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়ে নুর বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে আমাদের নেতাকর্মীরা ব্যবস্থা নেবে। সমাবেশ শেষে নুরের নেতৃত্বে একটি মিছিল নিয়ে শাহবাগ থানায় যান দলটির নেতাকর্মীরা।
একই দাবি জানিয়ে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ফারুকের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানাই। হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণের আন্দোলন করব। প্রয়োজনে সচিবালয় ঘেরাও করা হবে।
এর আগে, শনিবার (৪ জানুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদ আয়োজিত নাগরিক সমাবেশে হামলার ঘটনা ঘটে। এতে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানসহ জাতীয় বিপ্লবী পরিষদের বেশ কয়েকজন আহত হন।
সূত্র -যমুনা নিউজ
The post ‘হামলার নেপথ্যে সারজিসের নাম আসছে, তাকে অবস্থান পরিষ্কার করতে হবে’ appeared first on Ctg Times.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024