12:13 am, Wednesday, 8 January 2025

স্বাধীনতার অপর পিঠ

বিজয় যদি হয় মানুষের,
তবে মানুষ কেন ভিক্ষা করে অধিকার?
যদি হয় সমতার,
তবে কেন বঞ্চনার মিছিল আজও এত দীর্ঘ?
কেন ক্ষুধার্ত শিশু পথের ধুলোয় খেলে,
কেন শ্রমিকের ঘাম মুছে যায় মালিকের দম্ভে?
বিজয় যদি ত্যাগের,
তবে কেন ত্যাগের গল্প চাপা পড়ে যায়
মিথ্যের গর্জনে?
লাল-সবুজ মানে শুধু রং নয়,
এটি ত্যাগের প্রতীক,
সমতার প্রতিশ্রুতি।
যদি তা পূর্ণ না হয়,
তবে বিজয় এখনো অসম্পূর্ণ;
শুধুই এক মিথ্যে নাম।

Tag :

স্বাধীনতার অপর পিঠ

Update Time : 12:07:10 pm, Monday, 6 January 2025

বিজয় যদি হয় মানুষের,
তবে মানুষ কেন ভিক্ষা করে অধিকার?
যদি হয় সমতার,
তবে কেন বঞ্চনার মিছিল আজও এত দীর্ঘ?
কেন ক্ষুধার্ত শিশু পথের ধুলোয় খেলে,
কেন শ্রমিকের ঘাম মুছে যায় মালিকের দম্ভে?
বিজয় যদি ত্যাগের,
তবে কেন ত্যাগের গল্প চাপা পড়ে যায়
মিথ্যের গর্জনে?
লাল-সবুজ মানে শুধু রং নয়,
এটি ত্যাগের প্রতীক,
সমতার প্রতিশ্রুতি।
যদি তা পূর্ণ না হয়,
তবে বিজয় এখনো অসম্পূর্ণ;
শুধুই এক মিথ্যে নাম।