বিপিএলের গত আসরে অবিক্রিত ছিলে সাব্বির রহমান। তবে এবারের আসরে তাকে দলে ভেড়ায় শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস। তবে শুরুর তিন ম্যাচের তাকে দেখা যায়নি তাকে। সাব্বিরের না খেলা নিয়ে তাই প্রশ্ন উঠে ভক্ত-সমর্থকদের মনে।
অবশেষ সাব্বিরের না খেলার বিষয় নিয়ে কথা বলেছেন ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন। ডিসিপ্লিন ইস্যুর কারণেই ঢাকা পর্বের কোনো ম্যাচে সাব্বিরকে খেলানো হয়নি। তবে সিলেট… বিস্তারিত