ময়মনসিংহ ডিবি’র অভিযানে ৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০২ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহের নির্দেশে এসআই(নিঃ) মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন গলগন্ডা সাকিনস্থ জেলখানা গুদারাঘাট রেবিবাঁধ সংলগ্ন পাকা রাস্তার মাথায় হইতে ০৫ জানুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ ১৬.৪৫ ঘটিকায় ৬৮০ পিস ট্যাবলেট ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ সালাউদ্দিন বাবু (২৫) ও মোঃ আকরাম হোসেন (২২) ময়মনসিংহদ্বকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহের নির্দেশে এসআই(নিঃ) রাজীব তালুকদার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধীন গাছতলা বাজার সাকিনস্থ ময়মনসিংহ হইতে নেত্রকোণাগামী রোডের পশ্চিম পার্শ্বে জনৈক সৈয়দুর রহমান এর আধাপাকা মার্কেটের সামনে পাকা রাস্তার উপর হতে ০২ জানুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ ২০.০০ ঘটিকায় ০২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আব্দুর রশিদ @ সাইদ (৪৫) ও সত্যরঞ্জন সরকার (৪৩) ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০১টি মাদক মামলা আছে।
উদ্ধারকৃত ৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০২ কেজি গাঁজা উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০৪ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল ও তারাকান্দা থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
The post ময়মনসিংহে ডিবির অভিযানে ইয়াবা ও গাজাসহ গ্রেফতার ৪ appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.