5:23 am, Wednesday, 8 January 2025

সালাম মুর্শেদীর জামিন নামঞ্জুর, বিক্ষুব্ধ জনতার ডিম নিক্ষেপ

খুলনা-৪ আসনের (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) সাবেক সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (৬ জানুয়ারি) দুপুরের দিকে খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ তাঁর জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সালাম মুর্শেদীর বিরুদ্ধে খুলনায় চারটি মামলা রয়েছে। দিঘলিয়া থানায় হওয়া একটি মামলায় তাঁর জামিন আবেদন করেছিলেন আইনজীবীরা। ২০২২ সালের ২৫ আগস্ট দিঘলিয়া উপজেলার ফেরিঘাটের সামনে বিএনপির নেতা–কর্মীদের ওপর হামলার অভিযোগে গত ২৭ আগস্ট দিঘলিয়া থানায় সালাম মুশের্দীসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল।

আজ সালাম মুর্শেদীকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে নিয়ে আসা হয়। এসময় তাঁকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন বিক্ষুব্ধ লোকজন। ‘ভোট চোর ভোট চোর’ বলেও শ্লোগান দেন তাঁরা। আদালত থেকে তাঁকে আবারও কড়া নিরাপত্তার মধ্যে কারাগারে নিয়ে যাওয়া হয়।

আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার তাহসিন আহমেদ বলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ দিঘলিয়া থানার একটি মামলায় সোমবার সালাম মুর্শেদীর হাজিরার দিন ধার্য্য ছিল। এদিন দুপুর ১২টার দিকে সালাম মুর্শেদীকে কড়া নিরাপত্তায় জেলা কারাগার থেকে আদালতে নেওয়া হয়। এসময় জামিন আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করেন। আগামী ৯ ফেব্রুয়ারি ওই মামলার পরবর্তী দিন ধার্য্য রয়েছে। বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে মারধর করার অভিযোগে গত ২৭ আগস্ট দিঘলিয়া থানায় এই মামলাটি দায়ের করা হয়েছিল।

খুলনা গেজেট/এমএম

The post সালাম মুর্শেদীর জামিন নামঞ্জুর, বিক্ষুব্ধ জনতার ডিম নিক্ষেপ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.

Tag :

সালাম মুর্শেদীর জামিন নামঞ্জুর, বিক্ষুব্ধ জনতার ডিম নিক্ষেপ

Update Time : 08:07:02 pm, Monday, 6 January 2025

খুলনা-৪ আসনের (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) সাবেক সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (৬ জানুয়ারি) দুপুরের দিকে খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ তাঁর জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সালাম মুর্শেদীর বিরুদ্ধে খুলনায় চারটি মামলা রয়েছে। দিঘলিয়া থানায় হওয়া একটি মামলায় তাঁর জামিন আবেদন করেছিলেন আইনজীবীরা। ২০২২ সালের ২৫ আগস্ট দিঘলিয়া উপজেলার ফেরিঘাটের সামনে বিএনপির নেতা–কর্মীদের ওপর হামলার অভিযোগে গত ২৭ আগস্ট দিঘলিয়া থানায় সালাম মুশের্দীসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল।

আজ সালাম মুর্শেদীকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে নিয়ে আসা হয়। এসময় তাঁকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন বিক্ষুব্ধ লোকজন। ‘ভোট চোর ভোট চোর’ বলেও শ্লোগান দেন তাঁরা। আদালত থেকে তাঁকে আবারও কড়া নিরাপত্তার মধ্যে কারাগারে নিয়ে যাওয়া হয়।

আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার তাহসিন আহমেদ বলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ দিঘলিয়া থানার একটি মামলায় সোমবার সালাম মুর্শেদীর হাজিরার দিন ধার্য্য ছিল। এদিন দুপুর ১২টার দিকে সালাম মুর্শেদীকে কড়া নিরাপত্তায় জেলা কারাগার থেকে আদালতে নেওয়া হয়। এসময় জামিন আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করেন। আগামী ৯ ফেব্রুয়ারি ওই মামলার পরবর্তী দিন ধার্য্য রয়েছে। বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে মারধর করার অভিযোগে গত ২৭ আগস্ট দিঘলিয়া থানায় এই মামলাটি দায়ের করা হয়েছিল।

খুলনা গেজেট/এমএম

The post সালাম মুর্শেদীর জামিন নামঞ্জুর, বিক্ষুব্ধ জনতার ডিম নিক্ষেপ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.