যশোরের চৌগাছা থানার বিতর্কিত সেই অফিসার ইনচার্জ (ওসি) পায়েল হোসেনকে এবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুধুই তাই নয়, তাকে খুলনা রেঞ্জ থেকে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এর আগে ব্যাপক অনিয়ম দুর্নীতির কারণে তাকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়। তার নানা অপকর্মের বিরুদ্ধে তদন্ত চলছে।
যশোর পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ১৭ নভেম্বর পায়েল হোসেন ঢাকার রমনা থানা থেকে বদলি হয়ে যশোরে আসেন। এরপর তিনি চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন। দেড় মাসের ব্যবধানে তিনি যশোর পুলিশ বিভাগে আলোচিত ব্যক্তি হয়ে ওঠেন। তাকে নিয়ে অনিয়ম, দুর্নীতি ও নারীসহ নানা বিষয়ে সমালোচনার ঝড় ওঠে। ওসি পায়েল থানা চত্বরে নিজ বাংলোতে টর্চার সেল গড়ে তুলে ঘুষ, রিমান্ড বাণিজ্য, চাঁদাবাজি, নিরীহ মানুষকে হয়রানিসহ ব্যাপক অভিযোগ উঠে। এক পর্যায়ে বিষয়টি নজরে আসে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের। এরপরেই তার একটি ভিডিও কলের কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যা নিয়ে নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়। বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে পুলিশ। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে লাইনে ক্লোজড করে। একই সাথে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়।
এ ব্যাপারে যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী বলেন, ওসি পায়েলের বিরুদ্ধে গঠন হওয়া তদন্ত কমিটির কার্যক্রম এখনো চলমান রয়েছে। সব বিষয়ে এখনি কিছু বলা যাচ্ছে না।
তিনি বলেন, তাঁকে সাময়িক বরখাস্তের জন্য পুলিশ সদর দপ্তরে সুপারিশ করা হয়েছিলো। যা মঞ্জুর হয়েছে। প্রতিবেদন জমা দেয়ার পর সত্যতা মিললে বিভাগীয় মামলা করা হবে এবং চাকরির বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/এএজে
The post যশোরের বিতর্কিত সেই ওসি পায়েল এবার সাময়িক বরখাস্ত appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024