কৃষক সমাবেশকে কেন্দ্র করে যশোরে অনুষ্ঠিত হলো ভিন্ন এক গ্রামীণ মেলা। দুপুর গড়াতেই সভাস্থলে ঢল নামে হাজারো কৃষক-জনতার। কেউ গ্রামের মেঠো পথ দিয়ে সুসজ্জিত গরুর গাড়ি বেয়ে, কেউবা জমির আইল বেয়ে লাঙল, জোয়াল, মাথাল, কাঁচি নিয়ে যোগ দেন সমাবেশে।
সোমবার (৬ জানুয়ারি) বিকালে যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের ভিটাবল্লা-সাইটখালি মাঠে জাতীয়তাবাদী কৃষক দল এই কৃষক সমাবেশের আয়োজন করে।
কৃষি… বিস্তারিত