নীলফামারীতে এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে আমনের উৎপাদন। চলতি মৌসুমে ধানের ভালো দাম পাচ্ছেন কৃষকরা। এবার ফলনও হয়েছে ভালো। গত বছরের তুলনায় এবার ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা।
সরেজমিনে সদরের কুন্দুপুকুর ইউনিয়নের পাটকামুরি ও নিউবাবু পাড়া এলাকায় গিয়ে দেখা গেছে, মাঠে মাঠে কৃষকরা পাকা ধান কাটায় ব্যস্ত। কেউ কাটা ধান আঁটি বাঁধছেন। কেউ মাথায় করে আঁটি বাড়ি নিচ্ছেন। আবার অনেকে ধান মাড়াই করে ঘরে তুলছেন।… বিস্তারিত