কাস্টমস হাউস মোংলার বিদায়ী কমিশনার এ কে এম মাহবুবুব রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মোংলা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার সকালে কাস্টমস হাউস মোংলায় অ্যাসোসিয়েশনের নবগঠিত নির্বাহী কমিটির সভাপতি মো. মাহমুদ আহসান টিটোর নেতৃত্বে এ শুভেচ্ছা জানানো হয়। এসময় সাধারণ সম্পাদক মো. সরোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোংলা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বিদায়ী কাস্টমস কমিশনারকে তাঁর কার্যকালে গতিশীল নেতৃত্বে সরকারের রাজস্ব আহরণে অগ্রণী ভূমিকা রাখার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যৎ মঙ্গল কামনা করেন।
খুলনা গেজেট/এনএম
The post বিদায়ী কাস্টমস কমিশনারকে মোংলা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.