ময়মনসিংহের তারাকান্দা উপজেলার সুবলিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুরর রহমানের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরন ও নাশকতার মামলাসহ প্রতিষ্ঠানের শিক্ষকদের দেয়া নানাঅভিযোগ পাওয়া গেছে। এ সকল অভিযোগে সংশ্লিষ্ট দপ্তরের তদন্ত টিম তদন্ত করে সত্যতা পেয়ে বিভাগীয় ব্যবস্তা গ্রহনের সুপারিশ করেছেন।
তদন্ত কমিটিতে ছিলেন তারাকান্দার সহকারী উপারেলা শিক্ষা অফিসার কামরুল ইসলাম (আহবায়ক), সহকারী উপজেলা শিক্ষা অফিসার স.উ.আ মোসাঃ শাহানা মাকসুদ দিপা ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার শ্রীবাস চন্দ্র পাল। তদন্ত কমিটি দফায় দফায় ঘটনা হলে তদন্ত করেন। গত ২৭ অক্টোবর ঘটনা তদন্তকালে অভিযোক্ত প্রধান শিক্ষক হাবিবুরর রহমান তার আওয়ামী বাহিনী নিয়ে স্কুল মাঠ এলাকায় উত্তপ্ত পরিবেশের সৃষ্টি করেন। এব পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। যা পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে পুলিশ গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রন করেন। এসময় প্রধান শিক্ষক হাবিবুরর রহমান এর আঘাতে রোকেয়া আক্তার নামের এবা মহিলা আহত হন।
সূত্র জানায়, একই প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক মোঃ নূরুল আলমের পারিবারিক বিরোধে প্রধান শিক্ষক হাবিবুব রহমান জড়িয়ে গিয়ে একের পর এক মিথ্যা ভুয়া মনগড়া প্রতিবেদন দাখিল করেন। এছাডাও তিনি একই প্রতিষ্ঠান্যে আরো ৩ শিক্ষকদের ডিবি পুলিশ কর্তৃক ধরিয়ে নিয়ে হয়রানি ও অর্থ অপচয় করান। হাবিবুরর রহমান আওয়ামীলীগের রাজনৈতিক বলয়ে থেকে মানুষকে নানা ভাবে হয়রানি করে বিদ্যালয় থেকে নানা ধরনের সুবিধা ভোগ করেন।
তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসছে, তারাকান্দা উপজেলার সুবলিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুরর রহমান ভোক্তভোগী মোঃ নুরুল আলমের বিরুদ্ধে এমন কোন হীন কাজ নেই। যে তিনি করেননি। একজন শিক্ষকের কাছ থেকে যা কোন নাগরিকেনা কাম্য নয়। প্রতিবেদন প্রাপ্তির পর ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বারক নং ৩৮.০১.৬১০০.০০০.১৫.০৩৯.২৪ তাং ০৯/১২/২০২৪ ইং বিভাগীয় পরিচালক বরাবরে ব্যবস্তা নেয়ার সুপারিশ করেন। কিন্তু অজ্ঞাত কারনে তদন্ত কমিটি প্রধান শিক্ষক। হাবিবুরর রহমানের নামে গৌরীপুর থানায় হত্যা, বিস্ফোরন ও নাশকতা মামলার কথা উল্লেখ করেননি। গৌরীপুর থানার মামলা নং- ১০ তাং ১৩/১১/২৪
The post তারাকান্দার শিক্ষক হাবিবুরের বিরুদ্ধে নাশকতার মামলাঃ অনিয়মের বহু অভিযোগ তদন্ত রির্পোটে আসেনি appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.