5:48 pm, Wednesday, 8 January 2025

ভুল পাহাড়

সিদ্ধান্ত ঝুলছে সময়ের অপেক্ষায়
ডানে বিচ্ছিন্ন বন্ধন, বাঁয়ে হিংস্রতা,
আর স্বপ্নটা কুরে খায় নর্দমার কীট
আমি হই মৃত্যুযন্ত্রণার এক আদিষ্ট।
অনিষ্ট আমাদের শিকড় ছুঁয়ে যায়
কষ্টার্জিত কর্ষিত ফসল ধ্বংসযজ্ঞে,
মেরুদণ্ড বেয়ে ঝরে গলিত মজ্জা
গোধূলিলগ্নে দাঁড়িয়ে পরাস্ত জীবন।

Tag :

ভুল পাহাড়

Update Time : 05:06:43 pm, Tuesday, 7 January 2025

সিদ্ধান্ত ঝুলছে সময়ের অপেক্ষায়
ডানে বিচ্ছিন্ন বন্ধন, বাঁয়ে হিংস্রতা,
আর স্বপ্নটা কুরে খায় নর্দমার কীট
আমি হই মৃত্যুযন্ত্রণার এক আদিষ্ট।
অনিষ্ট আমাদের শিকড় ছুঁয়ে যায়
কষ্টার্জিত কর্ষিত ফসল ধ্বংসযজ্ঞে,
মেরুদণ্ড বেয়ে ঝরে গলিত মজ্জা
গোধূলিলগ্নে দাঁড়িয়ে পরাস্ত জীবন।