সাতক্ষীরার আশাশুনিতে সিএস বা এসএ ম্যাপ অনুযায়ী মরিচ্চাপ নদী খননের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১১ টায় আশাশুনি উপজেলার চাপড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন আয়োজন করা হয়।
চাপড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষাক আব্দুল খালেকের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন, বুধহাটা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য নজরুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম আহসান হাবিব, স্থাণীয় বাসিন্দা ফকির মহিউদ্দীন, মাজেদা খাতুন প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সিএস বা এসএ ম্যাপ অনুযায়ী মরিচ্চাপ নদী খনের কথা থাকলেও ঠিকাদার তার ইচ্ছামত নদী খনন করে যাচ্ছেন। খননের নকসা অনুযায়ী লাল পতাকা মারা ছিল কিন্তু তারা সেটি না মেনে আমাদের রের্ডকীয় জমি উপর দিয়ে নদী খনন করে যাচ্ছেন। যার ফলে মরিচ্চাপ নদীর তীরে থাকা চাপড়া মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসাসহ একাধিক প্রতিষ্ঠান ও শত শত পরিবার ভাঙন ঝুকিতে রয়েছে।
বক্তারা এসময় সিএস বা এসএ ম্যাপ অনুযায়ী মরিচ্চাপ নদী খনের জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে চাপড়া এলাকার শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।
খুলনা গেজেট/ টিএ
The post ম্যাপ অনুযায়ী মরিচ্চাপ নদী খননের দাবীতে মানববন্ধন appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.