9:32 pm, Wednesday, 8 January 2025

‘শ্রমিকের কল্যাণ নিশ্চিত করতে শ্রম সংস্কার কমিশন গঠন করা হয়েছে’

খুলনার স্কপভুক্ত সংগঠনসমূহ এবং জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন প্রতিনিধিদের সাথে শ্রম সংস্কার কমিশনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) খুলনা সার্কিট হাউসে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কমিশনের প্রধান ড. সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় কমিশনের প্রধান বলেন, শ্রমিকের অধিকার, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে শ্রম সংস্কার কমিশন গঠন করা হয়েছে। শ্রমিকের সকল সমস্যা বিষয়ে জানতে চেষ্টা করছে এই কমিশন। শ্রমখাত অনেক বড় একটি সেক্টর। এই সেক্টরে প্রায় আট কোটি শ্রমিক কাজ করছে। শ্রমখাতের কিছু সমস্যা বহু দিনের পুরনো। তাই সমস্যাগুলোর সমাধান করতে কিছুটা সময়ের প্রয়োজন। তিনি বলেন, গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার পাশাপাশি শ্রমিকরাও আন্দোলনে শরীক হয়। কমিশনের প্রধান বলেন, আপনারা যারা বিভিন্ন সংঠনের প্রতিনিধি হয়ে মতবিনিময় সভায় উপস্থিত আছেন, আপনাদের আলোচনার মাধ্যমে বিভিন্ন সেক্টরের শ্রমিকদের অধিকারের বিষয়টি উঠে আসবে বলে আশা করা যায়। এর মাধ্যমে ঐ সমস্যাগুলো সমাধান খোঁজার পথও তৈরি হবে। তিনি আরও বলেন, খুলনা শহর বাংলাদেশের মধ্যে তৃতীয় বৃহৎ শিল্পনগরী হিসেবে পরিচিত। বর্তমানে এই নগরটির সেই ঐতিহ্য মৃতপ্রায়। এখানকার শ্রমিকদের জীবন এখন অনেক দুঃখ-কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। আমরা আশা করি ভবিষ্যতে এই সমস্ত কষ্টগুলো দূর করতে করণীয় বিষয়গুলো কমিশনের সুপারিশে উঠে আসবে।

মতবিনিময় সভায় শ্রম সংস্কার কমিশনের কো-অপ্ট সদস্য মোঃ রাজেকুজ্জামান, খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশ লেবার কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এ কে এম নাসিম, খুলনা শ্রম দপ্তরের পরিচালক মোঃ মনিরুল আলম, শ্রমিক নেতা মোঃ মুজিবুর রহমানসহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

খুলনা গেজেট/ টিএ

The post ‘শ্রমিকের কল্যাণ নিশ্চিত করতে শ্রম সংস্কার কমিশন গঠন করা হয়েছে’ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.

Tag :

‘শ্রমিকের কল্যাণ নিশ্চিত করতে শ্রম সংস্কার কমিশন গঠন করা হয়েছে’

Update Time : 09:07:49 pm, Tuesday, 7 January 2025

খুলনার স্কপভুক্ত সংগঠনসমূহ এবং জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন প্রতিনিধিদের সাথে শ্রম সংস্কার কমিশনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) খুলনা সার্কিট হাউসে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কমিশনের প্রধান ড. সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় কমিশনের প্রধান বলেন, শ্রমিকের অধিকার, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে শ্রম সংস্কার কমিশন গঠন করা হয়েছে। শ্রমিকের সকল সমস্যা বিষয়ে জানতে চেষ্টা করছে এই কমিশন। শ্রমখাত অনেক বড় একটি সেক্টর। এই সেক্টরে প্রায় আট কোটি শ্রমিক কাজ করছে। শ্রমখাতের কিছু সমস্যা বহু দিনের পুরনো। তাই সমস্যাগুলোর সমাধান করতে কিছুটা সময়ের প্রয়োজন। তিনি বলেন, গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার পাশাপাশি শ্রমিকরাও আন্দোলনে শরীক হয়। কমিশনের প্রধান বলেন, আপনারা যারা বিভিন্ন সংঠনের প্রতিনিধি হয়ে মতবিনিময় সভায় উপস্থিত আছেন, আপনাদের আলোচনার মাধ্যমে বিভিন্ন সেক্টরের শ্রমিকদের অধিকারের বিষয়টি উঠে আসবে বলে আশা করা যায়। এর মাধ্যমে ঐ সমস্যাগুলো সমাধান খোঁজার পথও তৈরি হবে। তিনি আরও বলেন, খুলনা শহর বাংলাদেশের মধ্যে তৃতীয় বৃহৎ শিল্পনগরী হিসেবে পরিচিত। বর্তমানে এই নগরটির সেই ঐতিহ্য মৃতপ্রায়। এখানকার শ্রমিকদের জীবন এখন অনেক দুঃখ-কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। আমরা আশা করি ভবিষ্যতে এই সমস্ত কষ্টগুলো দূর করতে করণীয় বিষয়গুলো কমিশনের সুপারিশে উঠে আসবে।

মতবিনিময় সভায় শ্রম সংস্কার কমিশনের কো-অপ্ট সদস্য মোঃ রাজেকুজ্জামান, খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশ লেবার কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এ কে এম নাসিম, খুলনা শ্রম দপ্তরের পরিচালক মোঃ মনিরুল আলম, শ্রমিক নেতা মোঃ মুজিবুর রহমানসহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

খুলনা গেজেট/ টিএ

The post ‘শ্রমিকের কল্যাণ নিশ্চিত করতে শ্রম সংস্কার কমিশন গঠন করা হয়েছে’ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.