9:28 pm, Wednesday, 8 January 2025

শেখ হাসিনা, টিউলিপ-জয়সহ শেখ রেহানার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং তাদের পরিবারের সব সদস্যদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নির্দেশনা পাঠিয়ে এই তথ্য চেয়েছে।

এর আওতায় শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন (পুতুল), ছেলে সজীব আহমেদ ওয়াজেদ (জয়), শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক (ববি) এবং দুই মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের হিসাবের তথ্য চাওয়া হয়েছে।

এই তলবের উদ্দেশ্য হলো, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা কোনো আর্থিক অপরাধে জড়িত কিনা তা খতিয়ে দেখা। বিএফআইইউ জানিয়েছে, এটি মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা অনুযায়ী কার্যক্রম চলছে।

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ফিন্যান্সিয়াল টাইমস’ এবং ‘সানডে টাইমস’-এ একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে বলা হয় যে, টিউলিপ সিদ্দিককে বিনা মূল্যে ফ্ল্যাট দেয়া হয়েছিল, যা ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠদের সঙ্গে সংযুক্ত আবাসন ব্যবসায়ী আবদুল মোতালিফের মাধ্যমে হয়েছিল। এর মধ্যে একটি ফ্ল্যাট ছিল উত্তর লন্ডনের হ্যাম্পস্টেড এলাকায়, যেটি টিউলিপ সিদ্দিকের খালা শেখ হাসিনার এক মিত্রের পক্ষ থেকে দেয়া হয়েছিল।

শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উপদেষ্টা লাউরি ম্যাগনাসের কাছে চিঠি লিখেছেন।

খুলনা গেজেট/ টিএ

The post শেখ হাসিনা, টিউলিপ-জয়সহ শেখ রেহানার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.

Tag :

শেখ হাসিনা, টিউলিপ-জয়সহ শেখ রেহানার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব

Update Time : 10:07:20 pm, Tuesday, 7 January 2025

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং তাদের পরিবারের সব সদস্যদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নির্দেশনা পাঠিয়ে এই তথ্য চেয়েছে।

এর আওতায় শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন (পুতুল), ছেলে সজীব আহমেদ ওয়াজেদ (জয়), শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক (ববি) এবং দুই মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের হিসাবের তথ্য চাওয়া হয়েছে।

এই তলবের উদ্দেশ্য হলো, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা কোনো আর্থিক অপরাধে জড়িত কিনা তা খতিয়ে দেখা। বিএফআইইউ জানিয়েছে, এটি মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা অনুযায়ী কার্যক্রম চলছে।

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ফিন্যান্সিয়াল টাইমস’ এবং ‘সানডে টাইমস’-এ একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে বলা হয় যে, টিউলিপ সিদ্দিককে বিনা মূল্যে ফ্ল্যাট দেয়া হয়েছিল, যা ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠদের সঙ্গে সংযুক্ত আবাসন ব্যবসায়ী আবদুল মোতালিফের মাধ্যমে হয়েছিল। এর মধ্যে একটি ফ্ল্যাট ছিল উত্তর লন্ডনের হ্যাম্পস্টেড এলাকায়, যেটি টিউলিপ সিদ্দিকের খালা শেখ হাসিনার এক মিত্রের পক্ষ থেকে দেয়া হয়েছিল।

শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উপদেষ্টা লাউরি ম্যাগনাসের কাছে চিঠি লিখেছেন।

খুলনা গেজেট/ টিএ

The post শেখ হাসিনা, টিউলিপ-জয়সহ শেখ রেহানার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.