9:41 pm, Wednesday, 8 January 2025

পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাবি কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান ধর্মঘট

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নেমেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের পাশে দুই ঘণ্টা অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে বক্তারা বলেন, পোষ্য কোটা কোনো কোটা নয়, এটা তাদের প্রাতিষ্ঠানিক অধিকার।

তারা প্রাতিষ্ঠানিক অধিকার ১ শতাংশ চান না, তারা ৫ শতাংশই বহাল চান। তাদের অধিকার থেকে তারা পিছ পা হবেন না। যতদিন না তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে, ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।

অবস্থান কর্মসূচিতে আইন অনুষদের কর্মচারী রফিকুল ইসলাম সদর বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪০ হাজার ছাত্র-ছাত্রী আমাদের শত্রু না। তারা আমাদের সন্তান, আমাদের ভাই। সেদিন তারা যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি। কারণ বিশ্ববিদ্যালয়ের সুনামকে আমরা ধরে রাখতে চাই।

তার মানে এই নয় যে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেলে আমরা বসে থাকব। আমাদের অধিকার থেকে আমরা পিছ পা হবো না। আমরা ১ শতাংশ চাই না, আমাদের ৫ শতাংশ ছিল! ৫ শতাংশই থাকবে। এটা কোনো কোটা না, এটা আমাদের প্রাতিষ্ঠানিক সুবিধা। এই প্রাতিষ্ঠানিক সুবিধা ব্যাংকে আছে, রেলে আছে, বিমানে আছে, বিদ্যুতে আছে সব জায়গায় আছে। আমাদেরও পুনর্বহাল করতে হবে।

অবস্থান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) মুক্তার হোসেন বলেন, ‘আমরা আমাদের অধিকার চাই। যারা বলছেন কোটার কবর দিতে পারলে কোটামুক্ত বিশ্ববিদ্যালয় হবে। আমরাও তাদের সঙ্গে একমত। কিন্তু আমরা আমাদের প্রাতিষ্ঠানিক অধিকার চাই।

বাংলদেশের সকল স্বায়ত্তশাসিত, সরকারি প্রতিষ্ঠানে যদি প্রাতিষ্ঠানিক অধিকার থাকে তবে আমরা কেন বঞ্চিত হবো? কেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা বৈষম্যের শিকার হবে? আমরা তার প্রতিবাদে এবং আমাদের সন্তানদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম চালিয়ে যাবো। যতদিন না আমাদের অধিকার প্রতিষ্ঠিত হবে, ততদিন পর্যন্ত আমরা আন্দোলন করে যাবো। কর্মসূচিটি সঞ্চালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন। এসময় প্রায় তিন শতাধিক কর্মকর্তা- কর্মচারী অবস্থান ধর্মঘটে অংশ নেন।

এর আগে, গত বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষক ও কর্মকর্তার সন্তানদের জন্য বরাদ্দকৃত পোষ্য কোটা পুরোপুরি বাতিল করে শুধুমাত্র সহায়ক ও সাধারণ কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ কোটা রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন ।

কিন্তু এতে অসন্তোষ প্রকাশ করে শিক্ষার্থীরা। পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের দাবিতে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে উপ-উপাচার্যসহ কর্মকর্তা-কর্মচারীদের প্রায় ১২ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে তারা। পরে সেদিন রাতে আন্দোলনের মুখে পোষ্য কোটা সম্পূর্ণ বাতিল ঘোষণা করেন উপাচার্য সালেহ্ হাসান নকীব।

এ সিদ্ধান্তের পর পোষ্য কোটা পুনর্হালের দাবিতে আন্দোলনের ডাকদেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানবন্ধন কর্মসূচি পালন করেন তারা। সেই কর্মসূচি থেকে পোষ্য কোটা পুনরায় বহাল না করা হলে গতকাল দুই ঘণ্টা অবস্থান ধর্মঘট পালন করে কর্মকর্তা-কর্মচারীরা।

The post পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাবি কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান ধর্মঘট appeared first on সোনালী সংবাদ.

Tag :

পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাবি কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান ধর্মঘট

Update Time : 11:07:50 pm, Tuesday, 7 January 2025

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নেমেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের পাশে দুই ঘণ্টা অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে বক্তারা বলেন, পোষ্য কোটা কোনো কোটা নয়, এটা তাদের প্রাতিষ্ঠানিক অধিকার।

তারা প্রাতিষ্ঠানিক অধিকার ১ শতাংশ চান না, তারা ৫ শতাংশই বহাল চান। তাদের অধিকার থেকে তারা পিছ পা হবেন না। যতদিন না তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে, ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।

অবস্থান কর্মসূচিতে আইন অনুষদের কর্মচারী রফিকুল ইসলাম সদর বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪০ হাজার ছাত্র-ছাত্রী আমাদের শত্রু না। তারা আমাদের সন্তান, আমাদের ভাই। সেদিন তারা যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি। কারণ বিশ্ববিদ্যালয়ের সুনামকে আমরা ধরে রাখতে চাই।

তার মানে এই নয় যে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেলে আমরা বসে থাকব। আমাদের অধিকার থেকে আমরা পিছ পা হবো না। আমরা ১ শতাংশ চাই না, আমাদের ৫ শতাংশ ছিল! ৫ শতাংশই থাকবে। এটা কোনো কোটা না, এটা আমাদের প্রাতিষ্ঠানিক সুবিধা। এই প্রাতিষ্ঠানিক সুবিধা ব্যাংকে আছে, রেলে আছে, বিমানে আছে, বিদ্যুতে আছে সব জায়গায় আছে। আমাদেরও পুনর্বহাল করতে হবে।

অবস্থান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) মুক্তার হোসেন বলেন, ‘আমরা আমাদের অধিকার চাই। যারা বলছেন কোটার কবর দিতে পারলে কোটামুক্ত বিশ্ববিদ্যালয় হবে। আমরাও তাদের সঙ্গে একমত। কিন্তু আমরা আমাদের প্রাতিষ্ঠানিক অধিকার চাই।

বাংলদেশের সকল স্বায়ত্তশাসিত, সরকারি প্রতিষ্ঠানে যদি প্রাতিষ্ঠানিক অধিকার থাকে তবে আমরা কেন বঞ্চিত হবো? কেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা বৈষম্যের শিকার হবে? আমরা তার প্রতিবাদে এবং আমাদের সন্তানদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম চালিয়ে যাবো। যতদিন না আমাদের অধিকার প্রতিষ্ঠিত হবে, ততদিন পর্যন্ত আমরা আন্দোলন করে যাবো। কর্মসূচিটি সঞ্চালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন। এসময় প্রায় তিন শতাধিক কর্মকর্তা- কর্মচারী অবস্থান ধর্মঘটে অংশ নেন।

এর আগে, গত বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষক ও কর্মকর্তার সন্তানদের জন্য বরাদ্দকৃত পোষ্য কোটা পুরোপুরি বাতিল করে শুধুমাত্র সহায়ক ও সাধারণ কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ কোটা রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন ।

কিন্তু এতে অসন্তোষ প্রকাশ করে শিক্ষার্থীরা। পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের দাবিতে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে উপ-উপাচার্যসহ কর্মকর্তা-কর্মচারীদের প্রায় ১২ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে তারা। পরে সেদিন রাতে আন্দোলনের মুখে পোষ্য কোটা সম্পূর্ণ বাতিল ঘোষণা করেন উপাচার্য সালেহ্ হাসান নকীব।

এ সিদ্ধান্তের পর পোষ্য কোটা পুনর্হালের দাবিতে আন্দোলনের ডাকদেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানবন্ধন কর্মসূচি পালন করেন তারা। সেই কর্মসূচি থেকে পোষ্য কোটা পুনরায় বহাল না করা হলে গতকাল দুই ঘণ্টা অবস্থান ধর্মঘট পালন করে কর্মকর্তা-কর্মচারীরা।

The post পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাবি কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান ধর্মঘট appeared first on সোনালী সংবাদ.