9:24 pm, Wednesday, 8 January 2025

পৃথক সড়ক দুর্ঘটনায় নাটোর ও নওগাঁয় কলেজছাত্রসহ নিহত ৩

নাটোর ও মহাদেবপুর প্রতিনিধি: মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় নাটোর ও নওগাঁয় কলেজছাত্রসহ মোট ৩ জন নিহত হয়েছেন। নাটোর প্রতিনিধি জানান, নাটোরে তিন চাকার তিনটি যানবাহনের সংঘর্ষে অজ্ঞাতপরিচয় (৪৬) এক ব্যক্তি নিহত হয়েছেন।

এতে আহত হয়েছেন অন্তত ছয়জন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার নাটোর-তাহেরপুর সড়কের ছাতনী মাদরাসা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাটোর সদর হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনের নাম পরিচয় জানা গেছে।

তারা হলেন- নলডাঙ্গা উপজেলার হরিদা খলসি গ্রামের মো. আতাউর রহমান (৪০), মনির হোসেন (২৫) ও মো. মুন্না (২২)। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে কয়েকজন শ্রমিক কাজের উদ্দেশ্যে ভ্যানে করে নাটোর শহরে আসছিলেন। ভ্যানটির পেছনে ছিল একটি থ্রি হুইলার।

পথে ছাতনী মাদরাসা ঘাট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি থ্রি হুইলারের (তিন চাকার যানবাহন) সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হলে পেছনে থাকা থ্রি হুইলারটির ধাক্কা লাগে। তিন যানবাহনের সংঘর্ষে অন্তত সাতজন আহত হন।

এসময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। ওসি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নওগাঁর মহাদেবপুর প্রতিনিধি জানান, নওগাঁর মহাদেবপুরে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার তেরোমাইল নামক স্থানে রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার দক্ষিণ হোসেনপুর গ্রামের মানিকের ছেলে ফারদিন (১৮) ও শ্যামপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে রেজুয়ান (২০)।

নিহত ফারদিন মহাদেবপুর বিএম কলেজের ১ম বর্ষের ছাত্র। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নওগাঁ থেকে মোটরসাইকেলযোগে মহাদেবপুরে ফিরছিলেন তারা।

এ সময় তেরোমাইল নামক স্থানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ফারদিনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় রেজুয়ানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে সেখানে রেজুয়ানের মৃত্যু হয়।

মহাদেবপুর থানার ওসি হাশমত আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

The post পৃথক সড়ক দুর্ঘটনায় নাটোর ও নওগাঁয় কলেজছাত্রসহ নিহত ৩ appeared first on সোনালী সংবাদ.

Tag :

পৃথক সড়ক দুর্ঘটনায় নাটোর ও নওগাঁয় কলেজছাত্রসহ নিহত ৩

Update Time : 11:08:05 pm, Tuesday, 7 January 2025

নাটোর ও মহাদেবপুর প্রতিনিধি: মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় নাটোর ও নওগাঁয় কলেজছাত্রসহ মোট ৩ জন নিহত হয়েছেন। নাটোর প্রতিনিধি জানান, নাটোরে তিন চাকার তিনটি যানবাহনের সংঘর্ষে অজ্ঞাতপরিচয় (৪৬) এক ব্যক্তি নিহত হয়েছেন।

এতে আহত হয়েছেন অন্তত ছয়জন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার নাটোর-তাহেরপুর সড়কের ছাতনী মাদরাসা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাটোর সদর হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনের নাম পরিচয় জানা গেছে।

তারা হলেন- নলডাঙ্গা উপজেলার হরিদা খলসি গ্রামের মো. আতাউর রহমান (৪০), মনির হোসেন (২৫) ও মো. মুন্না (২২)। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে কয়েকজন শ্রমিক কাজের উদ্দেশ্যে ভ্যানে করে নাটোর শহরে আসছিলেন। ভ্যানটির পেছনে ছিল একটি থ্রি হুইলার।

পথে ছাতনী মাদরাসা ঘাট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি থ্রি হুইলারের (তিন চাকার যানবাহন) সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হলে পেছনে থাকা থ্রি হুইলারটির ধাক্কা লাগে। তিন যানবাহনের সংঘর্ষে অন্তত সাতজন আহত হন।

এসময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। ওসি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নওগাঁর মহাদেবপুর প্রতিনিধি জানান, নওগাঁর মহাদেবপুরে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার তেরোমাইল নামক স্থানে রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার দক্ষিণ হোসেনপুর গ্রামের মানিকের ছেলে ফারদিন (১৮) ও শ্যামপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে রেজুয়ান (২০)।

নিহত ফারদিন মহাদেবপুর বিএম কলেজের ১ম বর্ষের ছাত্র। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নওগাঁ থেকে মোটরসাইকেলযোগে মহাদেবপুরে ফিরছিলেন তারা।

এ সময় তেরোমাইল নামক স্থানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ফারদিনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় রেজুয়ানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে সেখানে রেজুয়ানের মৃত্যু হয়।

মহাদেবপুর থানার ওসি হাশমত আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

The post পৃথক সড়ক দুর্ঘটনায় নাটোর ও নওগাঁয় কলেজছাত্রসহ নিহত ৩ appeared first on সোনালী সংবাদ.