স্টাফ রিপোর্টার: জাতীয় আদিবাসী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অনিল মারান্ডীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় রাজশাহীর কাঁকনহাট পৌরসভার পাঁচগাছিয়ায় সমাধিতে শ্রদ্ধাঞ্জলি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আদিবাসীদের অধিকার ও লড়াই সংগ্রামের একমাত্র সংগঠন জাতীয় আদিবাসী পরিষদ ৩ সেপ্টেম্বর ১৯৯৩ সালে প্রতিষ্ঠা হয়।
আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বৃীকৃতি, পৃথক মন্ত্রণালয়, ভূমি কমিশন গঠনসহ নয় দফা যৌক্তিক দাবিতে আদিবাসীদের ঐক্যবদ্ধ করেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, সংগ্রামী নেতা ২০১৯ সালের ৭ জানুয়ারি মৃত্যুবরণ করেন।
শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গনেশ মার্ডী।
বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক ছোটন সরদার, গোদাগাড়ীর সাবেক সভাপতি নন্দলাল টুডু, সভাপতি রবিন হেমব্রম, সাধারণ সম্পাদক সোনাবাবু হেমব্রম প্রমুখ।
The post অনিল মারান্ডীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত appeared first on সোনালী সংবাদ.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024