9:14 pm, Wednesday, 8 January 2025

বাগমারায় প্রধান শিক্ষককে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

বাগমারা প্রতিনিধি: বাগমারার আর্জুনপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাছ আলী সাধনকে মুক্তিপণের দাবিতে কালোকাপড় দিয়ে চোখ বেঁধে অপহরণ করা হয়েছে।

এই ঘটনায় থানায় মামলা হওয়ার পর মঙ্গলবার দুই অপহরণকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তারা হলেন- তাহেরপুর পৌরসভার চৌকিরপাড়া মহল্লার হোসেন পাটোয়ারীর ছেলে শাহিনুর ইসলাম ও কাউছার আলীর ছেলে আলমগীর হোসেন।

জানা গেছে, গত শনিবার রাত ১০ টার দিকে হামিরকুৎসা ইউনিয়নের অর্জুনপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাছ আলী সাধন তাহেরপুর বাজারের হরিতলা মোড়ে চা পান করে বাড়ি ফিরছিলেন।

এ সময় তাহেরপুর ডিগ্রি কলেজের মুল ফটকের সামনে থেকে শাহিনুর ইসলাম ও আলমগীর হোসেনের নেতৃত্বে ৭-৮ জন ব্যক্তি তাকে পেছন থেকে মাথায় আঘাত করে এবং কাল কাপড় দিয়ে চোখ বেঁধে অপহরণ করে পার্শ্ববর্তী দুর্গাপুর রোডের দিকে নিয়ে যায়। এরপর ওইা প্রধান শিক্ষককে মারধর করে আহত করা হয় এবং তার স্ত্রীর কাছে মুঠোফোনে কল দিয়ে স্বামীর মুক্তিপণের জন্য দশ লাখ টাকা দাবি করা হয়।

এ সময় ওই প্রধান শিক্ষকের কাছে থেকে নগদ পনের হাজার টাকা এবং মোবাইল ফোন থেকে বিকাশে ১২ হাজার টাকা নেয়া হয়। এরপর বাকি টাকার জন্য স্ত্রীকে ডেকে নিয়ে তার কাছে থেকে দুই ভরি দশ আনা ওজনের একটি স্বর্নের চেইন, দুটি ফাঁকা চেকের পাতা এবং তিনশ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে প্রধান শিক্ষক আক্কাছ আলীর স্বাক্ষর নিয়ে আহত অবস্থায় তাকে ছেড়ে দেয়া হয়। এরপর আহত ওই প্রধান শিক্ষককে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন- প্রধান শিক্ষককে মুক্তিপণের দাবিতে অপহরণের ঘটনায় ওই প্রধান শিক্ষক নিজেই বাদি হয়ে ৭ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন। গ্রেপ্তার শাহিনুর ইসলাম ও আলমগীর হোসেনকে মঙ্গলবার আদালতের মাধ্যমে ৭ দিনের ডিমান্ডের আদেন জানিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

The post বাগমারায় প্রধান শিক্ষককে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২ appeared first on সোনালী সংবাদ.

Tag :

বাগমারায় প্রধান শিক্ষককে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

Update Time : 11:08:28 pm, Tuesday, 7 January 2025

বাগমারা প্রতিনিধি: বাগমারার আর্জুনপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাছ আলী সাধনকে মুক্তিপণের দাবিতে কালোকাপড় দিয়ে চোখ বেঁধে অপহরণ করা হয়েছে।

এই ঘটনায় থানায় মামলা হওয়ার পর মঙ্গলবার দুই অপহরণকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তারা হলেন- তাহেরপুর পৌরসভার চৌকিরপাড়া মহল্লার হোসেন পাটোয়ারীর ছেলে শাহিনুর ইসলাম ও কাউছার আলীর ছেলে আলমগীর হোসেন।

জানা গেছে, গত শনিবার রাত ১০ টার দিকে হামিরকুৎসা ইউনিয়নের অর্জুনপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাছ আলী সাধন তাহেরপুর বাজারের হরিতলা মোড়ে চা পান করে বাড়ি ফিরছিলেন।

এ সময় তাহেরপুর ডিগ্রি কলেজের মুল ফটকের সামনে থেকে শাহিনুর ইসলাম ও আলমগীর হোসেনের নেতৃত্বে ৭-৮ জন ব্যক্তি তাকে পেছন থেকে মাথায় আঘাত করে এবং কাল কাপড় দিয়ে চোখ বেঁধে অপহরণ করে পার্শ্ববর্তী দুর্গাপুর রোডের দিকে নিয়ে যায়। এরপর ওইা প্রধান শিক্ষককে মারধর করে আহত করা হয় এবং তার স্ত্রীর কাছে মুঠোফোনে কল দিয়ে স্বামীর মুক্তিপণের জন্য দশ লাখ টাকা দাবি করা হয়।

এ সময় ওই প্রধান শিক্ষকের কাছে থেকে নগদ পনের হাজার টাকা এবং মোবাইল ফোন থেকে বিকাশে ১২ হাজার টাকা নেয়া হয়। এরপর বাকি টাকার জন্য স্ত্রীকে ডেকে নিয়ে তার কাছে থেকে দুই ভরি দশ আনা ওজনের একটি স্বর্নের চেইন, দুটি ফাঁকা চেকের পাতা এবং তিনশ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে প্রধান শিক্ষক আক্কাছ আলীর স্বাক্ষর নিয়ে আহত অবস্থায় তাকে ছেড়ে দেয়া হয়। এরপর আহত ওই প্রধান শিক্ষককে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন- প্রধান শিক্ষককে মুক্তিপণের দাবিতে অপহরণের ঘটনায় ওই প্রধান শিক্ষক নিজেই বাদি হয়ে ৭ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন। গ্রেপ্তার শাহিনুর ইসলাম ও আলমগীর হোসেনকে মঙ্গলবার আদালতের মাধ্যমে ৭ দিনের ডিমান্ডের আদেন জানিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

The post বাগমারায় প্রধান শিক্ষককে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২ appeared first on সোনালী সংবাদ.