মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় শীতার্ত শিশু ও বৃদ্ধদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন পল্লী ইসলামি সংস্থা ও মাই ফ্রেশ ওয়াটার টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক মো. লিওন চৌধুরী।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার খামার বিষ্ণুগঞ্জের চৌধুরী হাসকিং মিল চত্ত্বরে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত শীতবস্ত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক, বীর মুক্তিযোদ্ধা রুহুল কুদ্দুস চৌধুরী, পল্লী ইসলামী সংস্থা সভাপতি মো. মোনাজাত চৌধুরী,
আইবিডব্লিওএফ এর সেক্রেটারি হুমায়ুন কবির শাহ তুহিনসহ আরো অনেকে।
আইবিডব্লিওএফ এর সেক্রেটারি হুমায়ুন কবির শাহ তুহিনসহ আরো অনেকে।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. লিওন চৌধুরী বলেন, মানবতার কল্যাণে এই সংগঠনের পথচলা। অসহায়, দুস্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছে। দেশের ক্লান্তি কালে বন্যার্তদের মাঝে সাহায্য পৌছে দিয়েছে। প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছি। আল্লাহ্ যেন আমাদের আরো বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন।
তিনি আরো বলেন- আপনার একটু সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাগব হতে পারে। তাই যতোটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান, শীতার্ত মানুষের পাশেন দাঁড়ান।