ভারতে তৃতীয় স্থান নির্ধারণীর মঞ্চে হতাশ হতে হলো বাংলাদেশকে। লখনৌতে আইএইচএফ মেন্স ট্রফি কন্টিনেন্টাল ফেস এশিয়া টুর্নামেন্ট জুনিয়র ও ইয়ুথ দুই বিভাগেই বাংলাদেশ চতুর্থ হয়েছে।
আজ মঙ্গলবার ইয়ুথ (অনূর্ধ্ব-১৮) বিভাগের তৃতীয় স্থান নির্ধারণী খেলায় কাজাখস্তানের কাছে ৩৩-২৯ গোলে হেরেছে বাংলাদেশ। অন্যদিকে জুনিয়র (অনূর্ধ্ব-২০) বিভাগে ৪০-২৪ গোলে তাদেরকে হারিয়ে তৃতীয় হয়েছে স্বাগতিক ভারত।
বাংলাদেশ ইয়ুথ… বিস্তারিত