4:02 am, Thursday, 9 January 2025

প্রেমের প্রতিদ্বন্দ্বী

প্রেম যদি এক নদী হয়,
এক তীরে সে দাঁড়িয়ে, অন্য তীরে আমি।
তুমি মাঝখানে,
এক দ্বীপের মতো—
যার দিকে আমরা দুজনই ছুটে আসি।
প্রেম কি কখনো দ্বিখণ্ডিত হয়?
জানি না।
তুমি কি জানো?
আমার ভেতর তবু এক তৃষ্ণা—
তোমার প্রতিটি নিশ্বাসে নিজেকে খুঁজে পাওয়ার।
তার সঙ্গে লড়াই করে জেতার।
তুমি কি আমার হয়ে থাকবে?
নাকি চিরকাল প্রতিদ্বন্দ্বী হয়েই থাকবে?

Tag :

প্রেমের প্রতিদ্বন্দ্বী

Update Time : 10:06:32 am, Wednesday, 8 January 2025

প্রেম যদি এক নদী হয়,
এক তীরে সে দাঁড়িয়ে, অন্য তীরে আমি।
তুমি মাঝখানে,
এক দ্বীপের মতো—
যার দিকে আমরা দুজনই ছুটে আসি।
প্রেম কি কখনো দ্বিখণ্ডিত হয়?
জানি না।
তুমি কি জানো?
আমার ভেতর তবু এক তৃষ্ণা—
তোমার প্রতিটি নিশ্বাসে নিজেকে খুঁজে পাওয়ার।
তার সঙ্গে লড়াই করে জেতার।
তুমি কি আমার হয়ে থাকবে?
নাকি চিরকাল প্রতিদ্বন্দ্বী হয়েই থাকবে?