10:42 am, Thursday, 9 January 2025

মোংলায় ১১ কেজি হরিণের মাংসসহ ৬ চোরাচালানী আটক

মোংলায় ১১ কেজি হরিণের মাংসসহ ৬ চোরাকারবারীকে আটক করেছেন কোস্ট গার্ড পশ্চিম জোন। আটককৃতদের মধ্যে দুই নারীও রয়েছেন।

আটককৃতরা হলেন ঢাকার কেরানীগঞ্জের মোঃ রবিন, তাইজুল ইসলাম, সোহেল হোসেন, সাইদুল ইসলাম ও ঝিনাইদহের কালীগঞ্জের কল্পনা আক্তার নাজু এবং মোসাম্মাত মুক্তা। এদের কাছ থেকে ৮টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বুধবার সকালে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুসফিক উস সালেহিন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ২টায় মোংলার স্থায়ী বন্দর বাস স্ট্যান্ড সংলগ্ন ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালান কোস্ট গার্ড। ওই সময় মোংলা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস তল্লাশী করে ১১ কেজি হরিণের মাংস জব্দ করেন কোস্ট গার্ড সদস্যরা। এছাড়া ওই ঘটনার সাথে জড়িত থাকা ৬ চোরাচালানকারীকে আটক করা হয়। পরে জব্দকৃত হরিণের মাংস, মাইক্রোবাস ও আটককৃত চোরাচালানকারীদের বনবিভাগের ঢাংমারী স্টেশনে হস্তান্তর করা হয়েছে।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী বলেন, কোস্ট গার্ডের হস্তান্তরিত চোরাচালানকারীদের বিরুদ্ধে বন আইন এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাদেরকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

 

খুলনা গেজেট/এনএম

The post মোংলায় ১১ কেজি হরিণের মাংসসহ ৬ চোরাচালানী আটক appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.

Tag :

মোংলায় ১১ কেজি হরিণের মাংসসহ ৬ চোরাচালানী আটক

Update Time : 03:07:14 pm, Wednesday, 8 January 2025

মোংলায় ১১ কেজি হরিণের মাংসসহ ৬ চোরাকারবারীকে আটক করেছেন কোস্ট গার্ড পশ্চিম জোন। আটককৃতদের মধ্যে দুই নারীও রয়েছেন।

আটককৃতরা হলেন ঢাকার কেরানীগঞ্জের মোঃ রবিন, তাইজুল ইসলাম, সোহেল হোসেন, সাইদুল ইসলাম ও ঝিনাইদহের কালীগঞ্জের কল্পনা আক্তার নাজু এবং মোসাম্মাত মুক্তা। এদের কাছ থেকে ৮টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বুধবার সকালে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুসফিক উস সালেহিন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ২টায় মোংলার স্থায়ী বন্দর বাস স্ট্যান্ড সংলগ্ন ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালান কোস্ট গার্ড। ওই সময় মোংলা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস তল্লাশী করে ১১ কেজি হরিণের মাংস জব্দ করেন কোস্ট গার্ড সদস্যরা। এছাড়া ওই ঘটনার সাথে জড়িত থাকা ৬ চোরাচালানকারীকে আটক করা হয়। পরে জব্দকৃত হরিণের মাংস, মাইক্রোবাস ও আটককৃত চোরাচালানকারীদের বনবিভাগের ঢাংমারী স্টেশনে হস্তান্তর করা হয়েছে।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী বলেন, কোস্ট গার্ডের হস্তান্তরিত চোরাচালানকারীদের বিরুদ্ধে বন আইন এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাদেরকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

 

খুলনা গেজেট/এনএম

The post মোংলায় ১১ কেজি হরিণের মাংসসহ ৬ চোরাচালানী আটক appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.