ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী-শিশুসহ ২৪ জনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি। মহেশপুর সীমান্তের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
বুধবার (৮ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।
বিজিবি জানায়, গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল থেকে বুধবার (৮ জানুয়ারি) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা বাঘাডাঙ্গা, পলিয়ানপুর, খোসালপুর ও জীবননগর থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৬ জন নারী, ৫ জন শিশু ও ১৩ জন পুরুষ রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ওইসব এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করছিলেন তারা। সেসময় বিজিবি অভিযান চালিয়ে তাদেরও আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর হস্তান্তর করা হয়েছে।
খুলনা গেজেট/ টিএ
The post মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ২৪ জন আটক appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024