পাথরঘাটা ((বরগুনা) প্রতিনিধি:
বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি বলেছেন, দেশের গণতন্ত্র নষ্ট করেছে আওয়ামী লীগ। নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই, রাতে ভোট দেওয়া হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) সকাল ১০টায় পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বরের মুক্তমঞ্চে ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত ১ হাজার ৪২০ জনকে ঢেউটিন ও পাঁচ হাজার টাকা করে চেক বিতরণকালে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম মনি বলেন, শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিল ভারত। বাংলাদেশের সব সম্পদ লুট হওয়ার জন্য দায়ী শেখ হাসিনা, বোন শেখ রেহানা ও বোনের মেয়ে টিউলিপ।
অনুষ্ঠানে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক মাস্টার পাথরঘাটা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাসুদুল আলম ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি সোহাগ বাদশা পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জামাল।
উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজবুল কবির, কেএম সফিকুজ্জামান মাহফুজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল।
একই দিন বিকেল ৩টার দিকে পাথরঘাটা সরকারি মডেল কেএম মাধ্যমিক বিদ্যালয় মাঠে নুরুল ইসলাম মনি ফাউন্ডেশনের উদ্যোগে গরিব-অসহায় ও সাধারণ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
The post ‘দেশের গণতন্ত্র নষ্ট করেছে আ.লীগ’ appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.