ঘটনা আরও চারমাস আগের। ভয়াবহ বন্যায় হঠাৎ ধসে পড়ে নোয়াখালী জেলার চাটখিলের খিলপাড়া বড় সেতু। সেই থেকে বাঁশ-কাঠের জোড়াতালিতে সেতু পারাপার করছেন স্থানীয়রা। গুরুত্বপূর্ণ এ সেতু ঘিরে বন্ধ রয়েছে যানচলাচল।
স্থানীয় বাসিন্দারা জানান, খিলপাড়া বাজার থেকে ২০০ গজ কাছাকাছি নয়নপুর সড়কে খালের উপরে নির্মিত এই সেতু। গত সেপ্টেম্বরে ভয়াবহ বন্যায় সেতুর একাংশ ধসে পড়ে।এতে সড়কের সঙ্গে সেতুর সংযোগ একেবারেই… বিস্তারিত