12:38 am, Friday, 10 January 2025

বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিকের মৃত্যুর অভিযোগ

সুনামগঞ্জে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাইদুল ইসলাম (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত সাইদুল ইসলাম গামাইতলা গ্রামের বাসিন্দা মো. জয়নাল আবেদীনের ছেলে।

তাবে পরিবারের দাবি, বুধবার সন্ধ্যার আগে সাইদুল ইসলাম সীমান্ত এলাকায় গরু আনতে গেলে নো ম্যানস ল্যান্ডের কাছাকাছি পৌঁছান। তখন বিএসএফ গুলি চালায়। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে সাইদুলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেন।

নিহতের মামা মো. আখতার হোসেন জানান, গুলির শব্দ শুনে তারা এগিয়ে যান। পরে সাইদুল ইসলামকে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। তবে সুনামগঞ্জ সদর হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম গণমাধ্যমে জানান, বিশ্বম্ভরপুর থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান। নিহতের বুকে ও কোমরের উপরিভাগে দুটি গুলির ক্ষত পাওয়া গেছে।

খুলনা গেজেট/ টিএ

The post বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিকের মৃত্যুর অভিযোগ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.

Tag :

বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিকের মৃত্যুর অভিযোগ

Update Time : 10:09:25 pm, Wednesday, 8 January 2025

সুনামগঞ্জে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাইদুল ইসলাম (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত সাইদুল ইসলাম গামাইতলা গ্রামের বাসিন্দা মো. জয়নাল আবেদীনের ছেলে।

তাবে পরিবারের দাবি, বুধবার সন্ধ্যার আগে সাইদুল ইসলাম সীমান্ত এলাকায় গরু আনতে গেলে নো ম্যানস ল্যান্ডের কাছাকাছি পৌঁছান। তখন বিএসএফ গুলি চালায়। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে সাইদুলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেন।

নিহতের মামা মো. আখতার হোসেন জানান, গুলির শব্দ শুনে তারা এগিয়ে যান। পরে সাইদুল ইসলামকে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। তবে সুনামগঞ্জ সদর হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম গণমাধ্যমে জানান, বিশ্বম্ভরপুর থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান। নিহতের বুকে ও কোমরের উপরিভাগে দুটি গুলির ক্ষত পাওয়া গেছে।

খুলনা গেজেট/ টিএ

The post বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিকের মৃত্যুর অভিযোগ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.