মানুষের অন্যতম প্রধান চাওয়া ভয়ভীতিহীন পরিবেশ। মানুষ সর্বদা তাহার নিরাপদ জীবনের গ্যারান্টি চাহে। এই নিশ্চয়তা পাইলে তাহার মৌলিক অধিকার যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান ইত্যাদির ব্যবস্থা সে অনেকটা নিজেই করিয়া লইতে পারে। এই একটিমাত্র চাওয়া পূরণ হইলে এই পৃথিবী আর পৃথিবী থাকিত না। পরিণত হইত স্বর্গ ও শান্তিময় স্থানে। এই জন্য গণতন্ত্রের অন্যতম পূর্বশর্ত হইল ‘ফ্রিডম ফ্রম ফেয়ার’ তথা ভয় হইতে মুক্তি। ১৯৪১ সালের… বিস্তারিত