নগর প্রতিনিধি:
বরিশালে, সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের অনুসারী যুবলীগ নেতা শাহরিয়ার সচিব রাজীব, যিনি পন্ডিত রাজীব নামেও পরিচিত, দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। তিনি মহানগর যুবলীগের ২১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক।
ঘটনাটি ঘটে ৯ জানুয়ারি রাত ১০টার দিকে নগরীর গোরস্থান রোড এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, রাজীব বাজার থেকে বাসায় ফিরছিলেন, তখন দুই অস্ত্রধারী যুবক আকস্মিকভাবে তার পেছন থেকে এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পায়ের রগ কেটে দেয়। হামলার সময়ের সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ঘটনার ভয়াবহতা তুলে ধরছে।
রাজীবের বোন শাহীনা আজমিন জানিয়েছেন, তার ভাইয়ের স্থানীয় টেইলার্স বাচ্চুর সঙ্গে কিছু বিষয় নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে, বাসায় ফেরার পথে বাচ্চুসহ অজ্ঞাত আরও একজন দুর্বৃত্ত রাজীবকে নির্মমভাবে কুপিয়েছে। তিনি জানান, রাজীবের অবস্থা আশঙ্কাজনক এবং তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে, দুই ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে রাজীবকে ধাওয়া করে। পরে তারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ অভিযানে নেমেছে এবং দু’জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে, হামলাকারীরা এবং কেন এই ঘটনা ঘটেছে, সে সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। রাজীবের দুই পা, হাত এবং বুক কুপিয়ে জখম করা হয়েছে, এবং তার অবস্থা অত্যন্ত গুরুতর।
The post বরিশালে যুবলীগ নেতার ওপর হামলা, দুর্বৃত্তরা কেটে দিল পায়ের রগ appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.