শীতে চামড়া ওঠার প্রধান কারণ হলো ত্বকের শুষ্কতা। এই সময় বাতাসের আর্দ্রতা কমে যায়, তাই ঠান্ডা আবহাওয়া ত্বকের প্রাকৃতিক তেলের ভারসাম্য নষ্ট করে। ফলে ত্বক শুষ্ক হয়ে যায়, চামড়া খসখসে হয়ে ওঠে এবং তারপর খোসা উঠতে শুরু করে। এ বাইরেও আরও বেশ কিছু কারণে এই সময়ে চমড়া উঠতে থাকে।
ত্বক কেন শুষ্ক হয়শীতকালে বাতাসে প্রাকৃতিক আর্দ্রতার পরিমাণ কম থাকে। এই শুষ্ক বাতাস ত্বক থেকে আর্দ্রতা টেনে নিয়ে যায়, ফলে… বিস্তারিত