সুস্থতার জন্য সাঁতার অসাধারণ একটা ব্যায়াম। তবে চীনের হারবিন শহরের মানুষ এটিকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। সেখানে নিয়মিত একদম মানুষ রীতিমতো বরফ কেটে পুকুর বানিয়ে তারপর হাড় জমিয়ে দেওয়া পানিতে ডুব দেয়। এটি তাদের প্রায় নৈমিত্তিক ‘সাধনা’। মার্কিন বার্তাসংস্থা এপির একটি প্রতিবেদনে এই খবর জানা গেছে।
শূন্যের নিচে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে নামার আগেই ঠান্ডায় হাত পা অবশ হয়ে থাকে বলে জানিয়েছেন… বিস্তারিত