নিজস্ব প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম গতকাল ৯ জানুয়ারী ২০২৫ (বৃহস্পতিবার) রাতে বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল এবং ফজিলাতুন্নেছা মুজিব আবাসিক হল পরিদর্শন করেছেন।
শিক্ষার্থীদের খোঁজ খবর নিতে উপাচার্য বিভিন্ন হলের গণরুমে যান এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন। হল পরিদর্শনে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আবদুল লতিফ, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সাইদুর রহমান শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. কুলসুম বেগম এবং বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের সহকারী প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলী আজগরসহ হলদুটির সহকারী প্রাধ্যক্ষবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ক্রমান্বয়ে শিক্ষার্থী সংখ্যা বেড়েছে। তবে সে অনুপাতে আবাসন সুবিধা বাড়েনি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবাসন সংকট নিরসনসহ শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে নতুন হল নির্মানসহ আন্তরিকভাবে কাজ করছে। উপাচার্য হলসমূহে খাবারের মান উন্নয়ন এবং লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি হল প্রশাসনের প্রতি আহ্বান জানান।
The post পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসের আবাসিক হল পরিদর্শনে উপাচার্য appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.