আজ থেকে ১৬ বছর আগের কথা। হিসাব কষে দেখলাম, তখন তার বয়স ছিল ৮৪ এবং আমার ছিল ৬৪। ১০ এপ্রিল ২০০৮। নেপালের সংবিধান পরিষদের ঐতিহাসিক নির্বাচনের দিনে বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ (বামাসপ ) পর্যবেক্ষক দল তিনটি ভাগে ভাগ হয়ে পাহাড়ি এলাকাঘেরা ভক্তপুর, কাঠমান্ডু ও ললিতপুর জেলার মোট ২৫টি ভোটকেন্দ্র সরাসরি পর্যবেক্ষণ করি। ললিতপুর জেলার পটন দরবার স্কয়ার ভোটকেন্দ্রে কার্টার সেন্টারের প্রধান ও… বিস্তারিত