3:58 pm, Saturday, 11 January 2025

আলোছায়া

ভোরের আলোর স্বপ্ন ছোঁয়ার হাতছানি বখে যায় আঁধারের কালো থাবায়।
বিশ্বাসের আলোয় প্রাণ পাওয়া জীবন
শান্ত, ধীর কিন্তু গভীর নদীর মতো বয়ে চলে নিরবধি।
আলো পথ দেখায়
ছায়া শেখায় ধৈর্য।
প্রতিহিংসা এড়িয়ে, সব বাধা পেরিয়ে
হাসতে পারলেই জীবন সুন্দর।
আমরা হাঁটি—
কখনো আলোর পথে
কখনো ছায়ার গভীরে।

Tag :

আলোছায়া

Update Time : 10:07:05 am, Saturday, 11 January 2025

ভোরের আলোর স্বপ্ন ছোঁয়ার হাতছানি বখে যায় আঁধারের কালো থাবায়।
বিশ্বাসের আলোয় প্রাণ পাওয়া জীবন
শান্ত, ধীর কিন্তু গভীর নদীর মতো বয়ে চলে নিরবধি।
আলো পথ দেখায়
ছায়া শেখায় ধৈর্য।
প্রতিহিংসা এড়িয়ে, সব বাধা পেরিয়ে
হাসতে পারলেই জীবন সুন্দর।
আমরা হাঁটি—
কখনো আলোর পথে
কখনো ছায়ার গভীরে।