9:01 pm, Saturday, 11 January 2025

সাকিবের সিদ্ধান্তের অপেক্ষা

জাতীয় দলের বাইরে দীর্ঘ সময় কাটানোর পর অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। শুক্রবার (১০ জানুয়ারি) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে তিনি জানান, বাংলাদেশের জার্সিতে আর তাকে দেখা যাবে না।
এতদিন ধরে গুঞ্জন ছিল, আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে তিনি জাতীয় দলে ফিরবেন। তবে তামিম তার সিদ্ধান্ত জানিয়ে দেন, আর না ফেরার। এই ঘোষণা দেয়ার পর বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের তাকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফির পরিকল্পনা করতে হচ্ছে।

এদিকে তামিমের পর এবার জাতীয় দলের জন্য বড় প্রশ্ন সাকিব আল হাসানকে ঘিরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো নিশ্চিত নয়, সাকিব আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ করবেন কিনা। আগামী ১২ জানুয়ারির মধ্যে আইসিসিতে স্কোয়াড জমা দিতে হবে। এ জন্য নির্বাচকরা স্কোয়াড প্রায় চূড়ান্ত করে ফেললেও সাকিবের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।

বিসিবির এক নির্বাচক গণমাধ্যমকে জানিয়েছেন, সাকিবের ব্যাপারে এই মুহূর্তে কোনো খবর নেই। তিনি দেশে নেই এবং তার সঙ্গে কোনো আলোচনা হয়নি। মূলত বোর্ড থেকে নির্দেশনা পাওয়ার পরই আমরা পরবর্তী পদক্ষেপ নেব।

নির্বাচকদের দুশ্চিন্তা আরও বেড়েছে এই কারণে যে, সাকিব চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে আগ্রহী কিনা, সেটাও এখনো স্পষ্ট নয়। নির্বাচক প্যানেলের সেই সদস্য আরও বলেন, সবকিছুর আগে জানতে হবে যে, সাকিবকে এই সময়ে পাওয়া যাবে কিনা। সেটা না জানলে আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারব না।

তামিমের বিদায়ের পর বাংলাদেশের ক্রিকেটে একটি বড় শূন্যতা তৈরি হয়েছে। চ্যাম্পিয়নস ট্রফির মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে সাকিব আল হাসানের অংশগ্রহণ এখন দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বোর্ড ও টিম ম্যানেজমেন্টের দ্রুত সিদ্ধান্তে আশা করা যায় বিষয়টি শিগগিরই পরিষ্কার হবে।

The post সাকিবের সিদ্ধান্তের অপেক্ষা appeared first on Bangladesher Khela.

Tag :

সাকিবের সিদ্ধান্তের অপেক্ষা

Update Time : 04:07:11 pm, Saturday, 11 January 2025

জাতীয় দলের বাইরে দীর্ঘ সময় কাটানোর পর অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। শুক্রবার (১০ জানুয়ারি) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে তিনি জানান, বাংলাদেশের জার্সিতে আর তাকে দেখা যাবে না।
এতদিন ধরে গুঞ্জন ছিল, আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে তিনি জাতীয় দলে ফিরবেন। তবে তামিম তার সিদ্ধান্ত জানিয়ে দেন, আর না ফেরার। এই ঘোষণা দেয়ার পর বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের তাকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফির পরিকল্পনা করতে হচ্ছে।

এদিকে তামিমের পর এবার জাতীয় দলের জন্য বড় প্রশ্ন সাকিব আল হাসানকে ঘিরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো নিশ্চিত নয়, সাকিব আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ করবেন কিনা। আগামী ১২ জানুয়ারির মধ্যে আইসিসিতে স্কোয়াড জমা দিতে হবে। এ জন্য নির্বাচকরা স্কোয়াড প্রায় চূড়ান্ত করে ফেললেও সাকিবের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।

বিসিবির এক নির্বাচক গণমাধ্যমকে জানিয়েছেন, সাকিবের ব্যাপারে এই মুহূর্তে কোনো খবর নেই। তিনি দেশে নেই এবং তার সঙ্গে কোনো আলোচনা হয়নি। মূলত বোর্ড থেকে নির্দেশনা পাওয়ার পরই আমরা পরবর্তী পদক্ষেপ নেব।

নির্বাচকদের দুশ্চিন্তা আরও বেড়েছে এই কারণে যে, সাকিব চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে আগ্রহী কিনা, সেটাও এখনো স্পষ্ট নয়। নির্বাচক প্যানেলের সেই সদস্য আরও বলেন, সবকিছুর আগে জানতে হবে যে, সাকিবকে এই সময়ে পাওয়া যাবে কিনা। সেটা না জানলে আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারব না।

তামিমের বিদায়ের পর বাংলাদেশের ক্রিকেটে একটি বড় শূন্যতা তৈরি হয়েছে। চ্যাম্পিয়নস ট্রফির মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে সাকিব আল হাসানের অংশগ্রহণ এখন দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বোর্ড ও টিম ম্যানেজমেন্টের দ্রুত সিদ্ধান্তে আশা করা যায় বিষয়টি শিগগিরই পরিষ্কার হবে।

The post সাকিবের সিদ্ধান্তের অপেক্ষা appeared first on Bangladesher Khela.