প্রায় এক দশকের ক্যারিয়ারে কিয়ারা আদভানি অভিনীত বেশির ভাগ হিন্দি সিনেমাই হিট। ২০২২ ও ২০২৩ সালটা তিনি কাটিয়েছিলেন স্বপ্নের মতো। সেই দুই বছর কিয়ারা অভিনীত ‘ভুল ভুলাইয়া ২’ ও ‘সত্যপ্রেম কী কথা’ হিট হয়েছিল। এরপরই বিরতি।
গত বছর কিয়ারার ছবি মুক্তি পায়নি। প্রায় দেড় বছর পর আজ বড় পর্দায় ফিরছেন তিনি। তবে ফিরেই একটা বড় ধাক্কা খেলেন। হিন্দি নয়, কিয়ারার প্রত্যাবর্তন হলো তেলেগু সিনেমা দিয়ে। এস শঙ্কর পরিচালিত… বিস্তারিত