তারকা আর্চার দম্পতির দেশ ছেড়ে যাওয়ার ঘটনা ক্রীড়াঙ্গনের জন্য বেশ শোকের। বিশেষ করে সংগঠক শ্রেণির কারো কারো কাছে এটা ক্ষোভের – ‘‘কেন তারা এভাবে যাবে?’’ আবার কেউ কেউ বিশাল দেশপ্রেমী সেজে দেশের সম্মান ভূলুণ্ঠিত করার অপরাধে তাদের কাঠগড়ায় তুলছেন।
সব খবরই রোমান দেখছেন। তার ইনবক্সে পাঠানো খবরগুলোও পড়ছেন, দেখছেন। সঙ্গে ‘লাভ’ বা ‘লাইক’ প্রতিক্রিয়া দিয়ে… বিস্তারিত