টসিন আডারাবায়ো ও জোয়াও ফেলিক্সের জোড়া গোলে শনিবার এফএ কাপের চতুর্থ রাউন্ডের টিকিট কাটলো চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে লিগ টু-এর দল মোরেকাম্পেকে ৫-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে তারা।
১৭তম মিনিটে ক্রিস্টোফার এনকুনকু পেনাল্টি মিস করায় জয়ের ব্যবধান আরও বড় হয়নি। মোরেকাম্পের বক্সের মধ্যে মিডফিল্ডার ইয়ান সোঙ্গোর হাতে বল লাগলে পেনাল্টি পায় চেলসি। এনকুনকুর শট সেভ করেন কিপার হ্যারি বুরগোয়নে। এর তিন মিনিট আগে… বিস্তারিত