মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নেওয়া যুবদল নেতা তরিকুল ইসলাম ধরা পড়েছেন। আজ শনিবার রাত ৯টার দিকে উপজেলার দেউলভোগ এলাকার বাসা থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ সুপার শামসল আলম সরকার এ তথ্য জানান।
এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বিএনপি নেতাকর্মীরা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা যুবদল নেতাকে ছিনিয়ে নিয়ে যায়।
এদিকে পেশীশক্তি প্রদর্শন করে রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেওয়ার অভিযোগে তরিকুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে দল।
শনিবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক তরিকুল ইসলামকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
খুলনা গেজেট/এইচ
The post থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতাকে ফের ধরল পুলিশ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.