8:07 pm, Sunday, 12 January 2025

শৃঙ্খলা ভেঙে ২ নেতাকে বরণ, সড়কে মহড়া

বিশেষ প্রতিনিধি:

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে বরিশাল নগর বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। গতকাল শনিবার দলের দুই নেতাকে বরণ করতে নগরের মহাসড়কে শোডাউন (মহড়া) দেওয়া হয়। জনভোগান্তি সৃষ্টি করে এমন মহড়া নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, প্রটোকল দিতে জনদুর্ভোগ সৃষ্টিকারী এ মহড়া দলীয় শৃঙ্খলাপরিপন্থি। 

জানা গেছে, গতকাল ঢাকা থেকে দুপুরে গাড়িযোগে বরিশালে ফেরেন নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার। তাঁদের বরণ করতে নথুল্লাবাদের শিক্ষা বোর্ডসংলগ্ন এলাকায় কয়েক শ নেতা-কর্মী জড় হন। পরে মোটরসাইকেল মহড়া দিয়ে সদর রোডের দলীয় কার্যালয়ে যান তাঁরা। ১ ঘণ্টার বেশি সময় ধরে এ মহড়ায় নগরে পথে পথে জনদুর্ভোগ দেখা দেয়। 

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন বলেন, ‘ঢাকা থেকে নগর আহ্বায়ক ও সদস্যসচিব আসায় নথুল্লাবাদে আমরা ২ নেতাকে মোটরসাইকেল বহর নিয়ে বরণ করে দলীয় কার্যালয়ে নিয়ে এসেছি। তাঁদের আমরা রিসিভ করে দলীয় কার্যালয়ে সমাবেশেও করেছি। এ মহড়া হঠাৎ করা হয়েছে। তাতে যানজট হয়নি।’ তিনি বলেন, ‘নগর বিএনপিকে বিব্রত করতে একটা মহল ষড়যন্ত্র করছে। আমাদের তাতে থামানো যাবে না।’ 

নগর বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন বলেন, ‘নগরীতে মোটরসাইকেল মহড়া দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করেছেন আহ্বায়ক ও সদস্যসচিব। এটা দলীয় শৃঙ্খলাবিরোধী অপরাধ।’ 

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামন ফারুককে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। 

বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু বলেন, মোটর শোভাযাত্রা দলীয়ভাবে নিষেধ আছে। নিষেধ সত্ত্বেও তাঁরা কেন এটা করলেন, তা জানতে হবে। 

এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, ‘আমি শুনেছি তাঁরা একটি শোভাযাত্রা করেছেন। কিন্তু এতে যদি জণগনের ভোগান্তি হয়, তাহলে তা দলীয় শৃঙ্খলাবিরোধী।’

The post শৃঙ্খলা ভেঙে ২ নেতাকে বরণ, সড়কে মহড়া appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.

Tag :

শৃঙ্খলা ভেঙে ২ নেতাকে বরণ, সড়কে মহড়া

Update Time : 02:07:31 pm, Sunday, 12 January 2025

বিশেষ প্রতিনিধি:

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে বরিশাল নগর বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। গতকাল শনিবার দলের দুই নেতাকে বরণ করতে নগরের মহাসড়কে শোডাউন (মহড়া) দেওয়া হয়। জনভোগান্তি সৃষ্টি করে এমন মহড়া নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, প্রটোকল দিতে জনদুর্ভোগ সৃষ্টিকারী এ মহড়া দলীয় শৃঙ্খলাপরিপন্থি। 

জানা গেছে, গতকাল ঢাকা থেকে দুপুরে গাড়িযোগে বরিশালে ফেরেন নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার। তাঁদের বরণ করতে নথুল্লাবাদের শিক্ষা বোর্ডসংলগ্ন এলাকায় কয়েক শ নেতা-কর্মী জড় হন। পরে মোটরসাইকেল মহড়া দিয়ে সদর রোডের দলীয় কার্যালয়ে যান তাঁরা। ১ ঘণ্টার বেশি সময় ধরে এ মহড়ায় নগরে পথে পথে জনদুর্ভোগ দেখা দেয়। 

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন বলেন, ‘ঢাকা থেকে নগর আহ্বায়ক ও সদস্যসচিব আসায় নথুল্লাবাদে আমরা ২ নেতাকে মোটরসাইকেল বহর নিয়ে বরণ করে দলীয় কার্যালয়ে নিয়ে এসেছি। তাঁদের আমরা রিসিভ করে দলীয় কার্যালয়ে সমাবেশেও করেছি। এ মহড়া হঠাৎ করা হয়েছে। তাতে যানজট হয়নি।’ তিনি বলেন, ‘নগর বিএনপিকে বিব্রত করতে একটা মহল ষড়যন্ত্র করছে। আমাদের তাতে থামানো যাবে না।’ 

নগর বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন বলেন, ‘নগরীতে মোটরসাইকেল মহড়া দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করেছেন আহ্বায়ক ও সদস্যসচিব। এটা দলীয় শৃঙ্খলাবিরোধী অপরাধ।’ 

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামন ফারুককে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। 

বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু বলেন, মোটর শোভাযাত্রা দলীয়ভাবে নিষেধ আছে। নিষেধ সত্ত্বেও তাঁরা কেন এটা করলেন, তা জানতে হবে। 

এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, ‘আমি শুনেছি তাঁরা একটি শোভাযাত্রা করেছেন। কিন্তু এতে যদি জণগনের ভোগান্তি হয়, তাহলে তা দলীয় শৃঙ্খলাবিরোধী।’

The post শৃঙ্খলা ভেঙে ২ নেতাকে বরণ, সড়কে মহড়া appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.