গ্রামের চারিদিকে সাজ সাজ রব। উচ্চ স্বরে বাজানো হচ্ছে সাউন্ড সিস্টেম। জবাই হয়েছে শতাধিক গরু। দূরদূরান্ত থেকে আত্মীয়রা আসছে দল বেঁধে। শিশুরা পড়েছে নতুন জামা-কাপড়।
উপলক্ষ একটাই মঙ্গলবার (১৪ জানুয়ারি) পৌষের শেষ বিকালে জমিদার আমলের তালুক-পরগনা সীমানায় অনুষ্ঠিত হবে ২৬৬ বছরের ঐতিহ্যবাহী ২৬৬ তম গুটি খেলা। ২৬৬ বছরের গুটির ওজন কমেছে ১৬ কেজি। এবার খেলা হবে ২৪ কেজি ওজনের পিতলের গুটি দিয়ে।
ময়মনসিংহের… বিস্তারিত