নাজমুল হক মুন্না, বরিশাল জেলার উজিরপুর উপজেলার মোড়াকাঠী গ্রামে স্বর্ণ ব্যবসায়ীর ঘরে দুধর্ষ ডাকাতির ঘটনায় মামলা, গ্রেফতারকৃত আন্তঃজেলা ৬ ডাকাত সদস্য’র বিরুদ্ধে আদালতে রিমান্ডের আবেদন করেছে পুলিশ। উল্লেখ্য ১৩ জানুয়ারী রবিবার রাত ২ টার দিকে উত্তর মোড়াকাঠী গ্রামে স্বর্ণ ব্যবসায়ী জামাল সরদারের ঘরে দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয় অস্ত্র নিয়ে ডাকাত চক্ররা দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তার মেয়ের স্বামী রাশেদ খান, মেয়ে মনি বেগম, ছেলে নবীন সরদার, নাতি রিমি,জামাল সরদারের স্ত্রীকে মারধর করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্নালংকার, নগদ অর্থ, বৈদেশিক মুদ্রাসহ অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এরমধ্যে প্রায় ৩৭ ভরি স্বর্ণ, ৯ভরি রৌপ্য নগদ ২লক্ষ টাকা, বৈদেশিক মূদ্রা ও ৩টি মোবাইলসেটসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুটে নেয় ডাকাত চক্ররা। এদিকে ডাকাতির ঘটনা টের পেয়ে এলাকাবাসী চারদিক থেকে ঘিরে ফেললে ডাকাত চক্ররা বোমা ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালানোর সময় বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামের আঃ গাফফারের ছেলে আন্তঃজেলা ডাকাত সদস্য ফোরকান(৩২), চাদপুর জেলার হাইমচর থানার উত্তর বগুলা গ্রামের জমির আলী হাওলাদারের ছেলে ইমরান (২৬) নামের ২জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী উজিরপুর মডেল থানার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পশ্চিম বামরাইল গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা শাহজাহানের ছেলে সোহেল সরদার(৩৫), রাসেল সরদার(২৬) ও একই গ্রামের মৃত কাসেম বিশ্বাসের ছেলে আলিম বিশ্বাস(৩৮), নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার বড় চ্যাংগাইর গ্রামের মতিউর রহমানের ছেলে মিনহাজ(২০)কে গ্রেফতার করেছে। এছাড়াও ঘটনাস্থল থেকে ঢাকা মেট্রো ন-১৫-৫৬০০ ডাকাত চক্রের ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করেছে পুলিশ। ডাকাতির ঘটনায় ১৩ জানুয়ারি ভুক্তভোগী জামাল সরদার বাদী হয়ে ডাকাতির ঘটনায় জড়িত ফোরকান হাওলাদারকে প্রধান আসামি করে উল্লেখ্য ৬ জনসহ অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ ব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান, ডাকাতির ঘটনায় মামলা নেয়া হয়েছে ও গ্রেফতারকৃত ৬ ডাকাত সদস্যকে জেল হাজতে প্রেরণ করা হয় এবং আদালতে তাদের রিমান্ডের আবেদন করা হয়েছে।
The post উজিরপুরের দুধর্ষ ডাকাতির ঘটনায় মামলা appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.