বাবুগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারী) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলার ৬টি ইউনিয়নের বিজয়ী দল অংশগ্রহণ করে। বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না, উপজেলা কৃষি অফিসার আবদুর রউফ আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার সরকার, উপজেলা প্রকৌশলী কাজী এমামুল হক আলিম, উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আক্তার, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা নাসরিন জোবায়েদা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রহমান সন্যামত, উপজেলা বন কর্মকর্তা খন্দকার জাকির হোসেন, চাঁদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুল আহসান খান হিমু প্রমুখ। সভাপতির বক্তব্যে বাবুগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার ফারুক আহমেদ বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ‘আগামীর তারুণ্যের ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক কর্মশালাটি একটি ব্যাতিক্রম উদ্যোগ। আমরা আশাকরি এই কর্মশালার মধ্যদিয়ে নতুন প্রজন্ম নতুনভাবে দেশ গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মশালায় স্থানীয় গণমাধ্যম কর্মী, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
The post বাবুগঞ্জে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.